১৩ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শুক্রবার | রাত ৯:৩৪
Search
Close this search box.
Search
Close this search box.
মুন্সিগঞ্জে করোনা জয় করে বাড়ি ফিরলেন আরও এক নারী
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ৩ মে, ২০২০, গাজী মাহমুদ পারভেজ (আমার বিক্রমপুর)

করোনাভাইরাসের কারণে যেখানে মৃত্যুর খবর চারিদিকে তার মধ্যে সুসংবাদ দিল মুন্সিগঞ্জ জেলা স্বাস্থ্য বিভাগ।

মুন্সিগঞ্জ জেলা মোট ১৬৪ জন করোনা আক্রান্ত তার মধ্যে গজারিয়া উপজেলায় এই পর্যন্ত করোনায় আক্রান্ত হয় ১৯ জন। ১৯ জন রোগীর মধ্যে ১ জন সানোয়ারা (৫৫) রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এর আগে মুন্সিগঞ্জে সুস্থ হয়ে বাসায় ফিরেছেন আরও ৩ জন। এদের মধ্যে ২ জন নারী। একজন সদর উপজেলার ও অপর একজন সিরাজদিখান উপজেলার।

জানা যায়, গজারিয়া উপজেলার ঐ নারীর নমুনা পুনরায় পরীক্ষা করালে ফলাফল নেগেটিভ আসলে হাসপাতাল থেকে তাকে ছাড়পত্র দেয়া হয়।

জানা যায়, গত ১২ এপ্রিল মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার বাউশিয়া ইউনিয়নে এখন পর্যন্ত সর্বমোট ২জন করোনায় আক্রান্ত রোগী সনাক্ত হয়েছিল, তাদের ২জনের নমুনা সনাক্ত করে আইইডিসিআর এ পাঠানো হয়েছিল তাদের করোনা পজেটিভ ধরা পরে।

আজ (৩ মে) উপজেলার চরবাউশিয়া বড়কান্দির সেই করোনায় সনাক্ত হাওয়া রোগী কুর্মিটোলা জেনারেল হাসপাতাল থেকে সুস্থতার ছাড়পত্র নিয়ে বাড়ীতে ফিরে এসেছেন।

হাসপাতাল থেকে ছাড়পত্র পাওয়া সানোয়ারার মুখে ছিল বিজয়ের আনন্দ। হাসপাতাল কর্তৃপক্ষকে ধন্যবাদ দিয়ে তারা তাদের বাড়িতে চলে আসেন।

error: দুঃখিত!