মুন্সিগঞ্জ, ৩ মে, ২০২০, প্রধান প্রতিবেদক (আমার বিক্রমপুর)
নিজ অফিসের ৬ জনের শরীরে করোনার উপস্থিতি পাওয়া গেলেও রক্ষা পেয়েছেন মুন্সিগঞ্জের সিভিল সার্জন ডাঃ আবুল কালাম আজাদ।
তিনি নিজেই ‘আমার বিক্রমপুর’ কে এ তথ্য জানান।
মুন্সিগঞ্জের করোনা সংক্রান্ত সকল খবর গণমাধ্যমকে জানানো হয় সিভিল সার্জন অফিস থেকে। সেখানে গণমাধ্যমকর্মীদের অবাধ যাতায়াতও রয়েছে।
তিনি বলেন, ‘আমার অফিসে যারা আমার সাথে কাজ করতো। যারা করোনা সম্পর্কে মুন্সিগঞ্জের মানুষকে প্রতি মুহুর্তে খবর দিচ্ছে এখন তারা নিজেরাই আক্রান্ত হয়েছে। এটা সকলের জন্যই দুঃখের খবর।
সিভিল সার্জন জানান, অফিস স্টাফদের সাথে তারও নমুনা সংগ্রহ করা হয়েছিলো। কিন্তু তার রেসাল্ট ‘নেগেটিভ’ এসেছে।
জানা যায়, সিভিল সার্জন অফিসের হেড এসিসটেন্ট, ক্যাশিয়ার, ইপিআই সুপারেনটেনডেন্ট ও নাইটগার্ডসহ ৬ জন পুরুষ স্টাফের করোনা শনাক্ত হয়েছে। এছাড়া স্টাফদের পরিবারে দুই নারীসহ তিন জনের করোনা শনাক্ত হয়েছে।
এদিকে মুন্সিগঞ্জ জেলায় আজ (৩ মে) আরও ৪৭ জন নমুনা পরীক্ষায় সনাক্তকৃত ‘করোনা পজেটিভ’ রোগী পাওয়া গেছে। এ নিয়ে মুন্সিগঞ্জে সর্বমোট সংক্রামিত রোগীর সংখ্যা ১৬৪ জন।