
নিতাই চন্দ্র দাসের কবিতা ‘বিধ্বংসী ঝড়’
বিধ্বংসী ঝড় -নিতাই চন্দ্র দাস দিনগুলো মন চায়না এমন দফায় দফায় হয় লকডাউন কলকারখানা বন্ধ হওয়ায় ছুটছে মানুষ ছাড়ছে টাউন। দিচ্ছে পাড়ি যাচ্ছে বাড়ি স্বাস্থ্যবিধির গোষ্ঠী মারি উদাসী মন ভাবছো কি না লাশের মিছিল হচ্ছে ভারী। লকডাউনে হইছে জারি আইনশৃঙ্খলায় কড়াকড়ি নানা প্রকার অজুহাতেই হরহামেশা চলছে গাড়ি। আইনশৃঙ্খলা রক্ষাকারী মোড়ে মোড়ে ধরছে গাড়ি যথার্থ না কারণ পেলে