২৫শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
শুক্রবার | ভোর ৫:০৪
সিরিয়ায় স্থলসেনা পাঠাবেনা ন্যাটো
খবরটি শেয়ার করুন:

সশস্ত্র সংগঠন ইসলামিক স্টেট (আইএস) মোকাবেলায় কোনোরকম স্থলসেনা পাঠানো হবে না বলে জানিয়েছেন ন্যাটোর মহাসচিব জেনস স্টোলেনবার্গ। সোমবার সুইজারল্যান্ডের একটি সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাতকারে এমনটাই জানিয়েছেন তিনি।
তিনি বলেন, এটা ন্যাটোর নীতিতে পড়ে না। যুক্তরাষ্ট্রের সৈন্য সংখ্যা খুবই সীমিত। তারা স্থানীয় সেনাসদস্যদের সহায়তা করছে। স্থলসেনা পাঠানো খুবই কঠিন।
স্টোলেনবার্গ মনে করিয়ে দেন যে, এই যুদ্ধ মুসলিম বিশ্বের সঙ্গে পশ্চিমা বিশ্বের নয়। এটি বরং সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই।
তিনি বলেন, ‘মুসলিমরা আসলে এই যুদ্ধের নেতৃত্ব দিচ্ছেন না। ক্ষতিগ্রস্তদের বেশিরভাগই মুসলিম। এছাড়া আইএস এর বিরুদ্ধে যারা লড়াই করছেন্ তাদের বেশিরভাগও মুসলিম।
রুশ বিমান ভূপাতিত করার পর তুরস্কের আকাশসীমাকে আরো শক্তিশালী করতে ন্যাটো সহায়তা করবে বলেও জানান তিনি।
তিনি রাশিয়া ও তুরস্কের মাঝে চলমান স্নায়ুযুদ্ধ থামানোর উপরও জোর দেন। আইএস এর বিরুদ্ধে রাশিয়াকে আরো কার্যকরী ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন তিনি।
সূত্র: রয়টার্স

error: দুঃখিত!