২৬শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
শনিবার | সকাল ৬:২৫
মেঘনায় ট্রলারে ডাকাতি, আহত ২০
খবরটি শেয়ার করুন:

জেলার সীমানাবর্তী চর-কিশোরগঞ্জ এলাকার মেঘনা নদীতে পিকনিক ট্রলারে দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় আল- আমীন (৩৫), জাফর (২৭), মো: বাবু (২৮), হৃদয় (১৮) সহ অন্তত ২০ জন আহত হয়েছে।

সোমবার বিকাল আনুমানিক ৫টার সময় নারায়নগঞ্জ থানাধীন চর-কিশোরগঞ্জের খেয়া ঘাটের পাশে এ ডাকাতির ঘটনা ঘটে।

আহতরা জানায়, নারায়ণগঞ্জ থেকে পিকনিকের উদ্দেশ্যে ৮৫ জন যাত্রী চাঁদপুরের ষাটনল এলাকা যায়। সেখান থেকে পিকনিক শেষে নারায়নগঞ্জে ফেরার পথে চর-কিশোরগঞ্জ খেয়া ঘাটের নিকটে আসিলে ডাকাতরা দ্রুতগামী ট্রলার যোগে পিকনিক ট্রলারের গতিরোধ করে। ডাকাতরা অস্ত্রের মুখে জিম্মি করে ট্রলারের যাত্রীদের লুট করে।

এক পর্যায়ে সকল যাত্রীদের মারপিট করে আতংক সৃষ্টি করে সর্বস্ব ছিনিয়ে নেয়। এতে আল- আমীন (৩৫), জাফর (২৭), মো: বাবু (২৮),হৃদয় (১৮) সহ অন্তত ২০ জন আহত হয়। আহতদেরকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। এদের মধ্যে আশংকাজনক অবস্থায় জাফর, বাবু এবং হৃদয়কে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইউনুচ আলী বলেন, ঘটনাটি সোনাঁরগাও থানাধীন হওয়ায় একটি সাধারণ ডায়রি গ্রহণ করা হয়েছে। তাদেরকে সোনাঁরগাও থানায় মামলা করার পরার্মশ দেয়া হয়েছে।

error: দুঃখিত!