মুন্সিগঞ্জ, ২২ নভেম্বর ২০২৪, গজারিয়া প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশ থেকে জিসান (১৯) নামের এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে।
অজ্ঞাত কোনো গাড়ির ধাক্কায় তিনি নিহত হয়ে থাকতে পারেন বলে ধারণা হাইওয়ে পুলিশের।
আজ শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে মহাসড়কের চরবাউশিয়া বড়কান্দি এলাকায় আনোয়ার সিমেন্ট সিট ফ্যাক্টরির বিপরীত পাশ থেকে এ মরদেহ উদ্ধার হয়।
মৃত জিসান নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার ঝাউচর গ্রামের আলী আকবরের ছেলে। তিনি গত কয়েক মাস ধরে হোসেন্দী ইউনিয়নের ভবানীপুর গ্রামে তার নানার বাড়ীতে থাকতেন।
ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক রাশেদুল ইসলাম জানান, কুমিল্লামুখী সড়কের পাশে একটি মরদেহ স্থানীয়রা দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। তার মাথা ও পায়ে জখম আছে। মহাসড়ক পারাপারের সময় অজ্ঞাত কোনো গাড়ির ধাক্কায় মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়ে থাকতে পারে বলে ধারণা করা যাচ্ছে।