১৩ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
বৃহস্পতিবার | রাত ৯:৩১
মুন্সিগঞ্জে বিএনপির গায়েবানা জানাজা থেকে দুই নেতা আটক
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ১৭ জুলাই ২০২৪, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে চলমান আন্দোলনে সারাদেশে হতাহতের ঘটনায় বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মুন্সিগঞ্জে গায়েবানা জানাজা নামাজ থেকে  ‍দুই নেতাকে আটক করেছে পুলিশ।

বুধবার বেলা ১১ টার দিকে মুন্সিগঞ্জ শহরের সুপারমার্কেট এলাকায় জেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে ওই দুইজনকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, মুন্সিগঞ্জ শহর বিএনপির আহবায়ক কমিটির সদস্য সচিব মাহবুবুল আলম স্বপন ও মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহমান হিরণ।

পুলিশ জানায়, সকাল সাড়ে দশটার দিকে কোটা সংস্কার ও সারাদেশে হতাহতের বিচারের দাবিতে ব্যানার নিয়ে শতাধিক শিক্ষার্থী জড়ো হন। এসময় তারা বিভিন্ন ধরনের স্লোগান দিতে থাকেন। বেলা ১১ টার দিকে শিক্ষার্থীদের পাশাপাশি জেলা বিএনপি কার্যালয়ের সামনে গায়েবানা জানাজা নামাজে দাড়ায় ২০-৩০ জন নেতাকর্মী। নামাজ শুরু হতেই পুলিশ সেখান থেকে শহর বিএনপির আহবায়ক কমিটির সদস্য সচিব মাহবুবুল আলম স্বপন ও পৌরসভার ৩ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহমান হিরণকে আটক করে।

মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, ‘আন্দোলনরত শিক্ষার্থীদের কর্মসূচি শুরু হলে পাশে বিএনপির নেতাকর্মীরাও জড়ো হন। এসময় তারা গায়েবানা জানাজা নামাজ শুরু করেন। পুলিশ দুই বিএনপি নেতাকে আটক করে।’

error: দুঃখিত!