১৯শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
বুধবার | সকাল ৯:৪৯
মুন্সিগঞ্জে বাড়ির পাশে ওয়াজ মাহফিলে গিয়ে শিশু নিখোঁজ
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ২৬ ফেব্রুয়ারি ২০২৫, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলায় বাড়ির পাশে ওয়াজ মাহফিলে গিয়ে ৬ বছরের এক মেয়ে শিশু নিখোঁজ হয়েছে। এ ঘটনায় এক আইসক্রিম বিক্রেতাকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার রাতে উপজেলার রশুনিয়া ইউনিয়নের পূর্ব রশুনিয়া গ্রামের পূর্বপাড়ায় ওয়াজ মাহফিলে আসা-যাওয়ার সময় শিশুটি নিখোঁজ হয় বলে জানান সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহেদ আল মামুন।

নিখোঁজ ফাতেমা আক্তার ওই গ্রামের কুয়েত প্রবাসী শহিদুল ইসলামের মেয়ে। সে রশুনিয়া মাহমুদিয়া নূরানীয়া মাদ্রাসার প্রথম শ্রেণির ছাত্রী।

আটক সাব্বির খান (২৫) ওই ইউনিয়নের উত্তর তাজপুর গ্রামের নাহিদ খানের ছেলে। ওয়াজ মাহফিলে তিনি আইসক্রিম বিক্রি করতেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, ফাতেমার বাড়ির পাশে ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়। মাহফিলকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের অস্থায়ী দোকানসহ সেখানে আইসক্রিম বিক্রির জন্য বসেন সাব্বির খান। ঘটনার দিন রাতে সাব্বির ফ্রিতে ফাতেমাকে আইসক্রিম খাওয়ান। মাহফিলে আসা যাওয়ার এক পর্যায়ে ফাতেমা নিখোঁজ হয়।

এ ঘটনায় বুধবার দুপুরে সন্দেহজনকভাবে আইসক্রিম বিক্রেতা সাব্বিরকে আটক করে পুলিশে সোপর্দ করে স্থানীয়রা।

রশুনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ বলেন, “বিকাল ৪টার পর থেকে ফাতেমাদের বাড়ির পাশে ওয়াজ মাহফিল শুরু হয়। লোক মুখে শুনেছি আইসক্রিম বিক্রেতা সাব্বিরের কাছ থেকে ফাতেমাকে আইসক্রিম খেতে দেখা গেছে।”

ওসি শাহেদ আল মামুন বলেন, শিশু নিখোঁজের ঘটনায় রাতেই বিভিন্ন স্থানে বার্তা পাঠানো হয়েছে। এ ঘটনায় এলাকাবাসী সন্দেহভাজন সাব্বিরকে পুলিশে দিয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

error: দুঃখিত!