নিজস্ব প্রতিবেদকঃ বাবা-মায়ের সাথে অভিমান করে স্কুলছাত্র গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। তার নাম মো. মাহফুজুর রহমান কাজল (১৪)।মৃত মো. মাহফুজুর রহমান কাজল মুন্সীগঞ্জ জেলার সিরাজদীখান থানার দক্ষিণ রামদিয়া গ্রামের মো. মাসুদ সিকদারের ছেলে।তার বাবা একজন ফর্নিচার ব্যবসায়ী। এক ভাই এক বোনের মধ্যে সে ছিল সবার ছোট।
মৃতের পরিবার সূত্রে জানা যায়, কাজল যাত্রাবাড়ী আইডিয়াল স্কুল এ্যান্ড কলেজের দশম শ্রেণীর ছাত্র ছিল। প্রি-টেস্ট পরীক্ষা খারাপ হওয়ার কারণে আজ রবিবার তার বাবা-মা তাকে বকা দেয়। এতে সে অভিমান করে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। পরে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন তার পরিবারের সদস্যরা। সেখানে কর্তব্যরত চিকিৎসক সন্ধ্যা সোয়া সাতটার সময় তাকে মৃত ঘোষণা করেন।