২৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
মঙ্গলবার | রাত ১১:২২
টংগিবাড়ীতে বিচার শালিশীতে ২ পক্ষের সংঘর্ষে আহত -৭
খবরটি শেয়ার করুন:

টংগিবাড়ী উপজেলার বাড়ৈইপাড়া গ্রামে বুধবার রাতে বিচার শালিশীতে সংঘর্ষে কমপক্ষে ৭ জন আহত হয়েছে।

আহতরা হলো, আরিফ সৈয়াল, ইমন সৈয়াল, সোলায়মান সৈয়াল, রেজাউল, রাকিব, রাজিব ও তুহিন ।

জানা গেছে, উপজেলার বাড়ৈইপাড়া গ্রামের ইসমাঈল ছৈয়ালকে তার ২ ছেলে আরিফ সৈয়াল ও ইমন সৈয়াল প্রায়ই সাংসারিক বিষয় নিয়ে মারধর করে। গত সোমবার রাতে আরিফ ও ইমন তার বাবা ইসমাঈল ছৈয়ালকে পূনরায় মারধর করলে তার চিৎকারে একই গ্রামের রাজিব এগিয়ে যান এবং মারধর করতে নিষেধ করেন।

এতে আরিফ ক্ষিপ্ত হয়ে রাজিবকেও মারধর করে। পরে এ নিয়ে বুধবার রাতে বড়ৈইপাড়া মাদ্রাসা মাঠে বিচার শালিশী বসে। শলিশীতে গ্রাম্য বিচারকরা আরিফ ও ইমন সৈয়ালকে রাজিবের পা ধরে মাপ নিতে বলে।কিন্তু আরিফ ও ইমন পা ধরে মাপ না নিয়ে গড়িমাসী করায় ওই বৈঠকের গ্রাম্য বিচারক আলমগীর হোসেন আরিফ ও ইমনকে ধমক দিলে আরিফ ও ইমন তার উপর ক্ষিপ্ত হয় এতে ৭ জন আহত হয়।

এ ব্যাপারে টংগিবাড়ী থানা ওসি শাহ মো. আওলাদ হোসেন জানান, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যাবস্থা নেওয়া হবে।

error: দুঃখিত!