১৪ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শনিবার | সকাল ৯:১৫
Search
Close this search box.
Search
Close this search box.
কোটা সংস্কার আন্দোলন: মুন্সিগঞ্জে ৩ মামলায় বিএনপি নেতাসহ আসামি ৯২
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ২৬ জুলাই ২০২৪, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে মুন্সিগঞ্জে পৃথক ঘটনায় ৩ টি মামলা দায়ের হয়েছে। সবকয়টি মামলার বাদী হয়েছে পুলিশ।

এতে জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মহিউদ্দিন আহম্মেদ, জেলা যুবদলের সদস্য সচিব মাসুদ রানাসহ ৯২ জনকে আসামি করা হয়েছে। প্রতিটি মামলায়ই একাধিক অজ্ঞাত ব্যক্তির কথা উল্লেখ রয়েছে। এছাড়া এজাহারভুক্ত অন্য আসামিদের বেশিরভাগই বিএনপির বিভিন্ন পর্যায়ের পদধারী নেতা।

বুধবার দিবাগত রাত ১২ টার দিকে পদ্মা সেতু উত্তর থানায় একটি ও মুন্সীগঞ্জ সদর থানায় অপর দুইটি মামলা দায়ের হয়।

মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, ১৮ জুলাই (বৃহস্পতিবার) লৌহজং উপজেলার মাওয়া এলাকায় পদ্মা সেতু উত্তর টোল প্লাজার অদূরে কোটা সংস্কার আন্দোলনকারীদের সাথে পুলিশের বাকবিতণ্ডা হয়। পরে তারা দুইজনকে আটক করে পাশের পদ্মা সেতু উত্তর থানায় নিয়ে যায়। এতে ক্ষিপ্ত হয়ে আন্দোলনকারীরা থানায় ইট-পাটকেল নিক্ষেপ করে। ওই ঘটনায় গতকাল পদ্মা সেতু উত্তর থানার সাব ইন্সপেক্টর সাখাওয়াত হোসেন বাদী হয়ে ভাঙচুর ও বিস্ফোরক দ্রব্য আইনে ৫০ জনের নামোল্লেখসহ অজ্ঞাত একাধিক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করেন।

পদ্মা সেতু উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন। এ মামলায় এখনো কেউ গ্রেপ্তার হয়নি বলে জানান তিনি।

অন্যদিকে, গত ১৯ জুলাই (শুক্রবার) সদর উপজেলার নয়াগাও এলাকায় ইট ও বালুর বস্তা ফেলে সড়ক অবরোধ করেন ২০-৩০ জন কোটা সংস্কার আন্দোলনকারী। পরে তাদের উপর গুলি ও ককটেল নিক্ষেপ করে সড়ক থেকে সরিয়ে দেন ছাত্রলীগের নেতাকর্মীরা। ওই ঘটনায় বুধবার রাতে মুন্সিগঞ্জ সদর থানায় বাদী হয়ে মামলা দায়ের করেছেন থানার সাব ইন্সপেক্টর মো. মিঠু জাকির। মামলায় এজাহারনামীয় ১৪ জনের বিরুদ্ধে ককটেল বিস্ফোরণের অপরাধের কথা বলা হয়েছে। এবং আলামত হিসেবে ৮ পিস জর্দার কৌটা, ১২ টুকরা লাল রংয়ের স্কচটেপ, ১০ পিস কাচের টুকরা ও ২৫ পিস ইটের ভাঙা টুকরা উদ্ধারের কথা বলা হয়েছে।

এ মামলায় প্রধান আসামি করা হয়েছে জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মহিউদ্দিন আহম্মেদকে। এছাড়া তার ছোট ভাই আ. মতিন, জেলা যুবদলের সদস্য সচিব মাসুদ রানা, পঞ্চসার ইউনিয়ন বিএনপির সভাপতি-সাধারণ সম্পাদককেও আসামি করা হয়েছে।

আরও একটি মামলা দায়ের হয়েছে মুন্সিগঞ্জ সদর থানায় ২৩ জুলাই (মঙ্গলবার) রাতে শহরের খালইস্ট এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনায়। ওই মামলায়ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মহিউদ্দিন আহম্মেদকে প্রধান আসামি করে ২৮ জনের নামোল্লেখসহ একাধিক অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়েছে। এই মামলার বাদী সদর থানার সাব ইন্সপেক্টর জাহিদ হাসান।

এদিকে এসব মামলাকে ‘পুলিশের খামখেয়ালী’ উল্লেখ করে জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মহিউদ্দিন আহম্মেদ বলেন, ‘সারাদেশে কি ঘটেছে সবাই দেখেছে। মুন্সিগঞ্জে কি ঘটেছে তাও সবাই দেখেছে। এ জেলা ছিলো একেবারে শান্তিপূর্ণ। কিন্তু পুলিশ কিসের ভিত্তিতে বিএনপি নেতাকর্মীদের আসামি করে মামলা দিলো তা বোধগম্য নয়। এসব পুলিশের খামখেয়ালী। মনের মত করে মামলা সাজিয়েছে তারা।’

জেলা যুবদলের সদস্য সচিব মাসুদ রানা বলেন, ‘বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা রাজনৈতিক হয়রানিমূলক। এসব মামলার বেশিরভাগেরই কোন ভিত্তি নেই। সরকারের নির্দেশে পুলিশ এসব মামলা সাজিয়েছে।’

৩ মামলার তথ্য নিশ্চিত করে মুন্সিগঞ্জ পুলিশ সুপার মো. আসলাম খান বলেন, ‘পৃথক থানায় ৩ টি মামলা দায়ের হয়েছে। তবে এসব মামলায় কাউকে গ্রেপ্তার বা আটক করা হয়নি।’

error: দুঃখিত!