৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
রবিবার | দুপুর ১২:৪৪
Search
Close this search box.
Search
Close this search box.
কোটা আন্দোলন ইস্যুতে মুন্সিগঞ্জে ছাত্রলীগ নেতার পদত্যাগ
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ৩ আগস্ট ২০২৪, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশব্যাপী চলমান অস্থিরতার মধ্যে মুন্সিগঞ্জে পদ থেকে সেচ্ছায় পদত্যাগের ঘোষণা দিয়েছেন এক ছাত্রলীগ নেতা।

শনিবার দুপুরে মো. জাকির হোসাইন নামের ওই ছাত্রলীগ নেতা তার ফেসবুক অ্যাকাউন্টে এই ঘোষণা দিয়েছেন। জাকির লৌহজং উপজেলা ছাত্রলীগের কার্যকরী সদস্য।

তিনি ফেসবুকে লিখেছেন, ‘আমি জাকির হাসান শাওন বাংলাদেশ ছাত্রলীগ লৌহজং উপজেলা শাখা ছাত্রলীগের ১ং কার্যকরী সদস্য। উপরোক্ত পদ থেকে সেচ্ছায় পদত্যাগ করলাম।’

জানতে চাইলে জাকির হাসান শাওন বলেন, ‘কোটা সংস্কার আন্দোলনে নিহত রংপুরের আবু সাঈদ ও ঢাকার মুগ্ধকে নিয়ে আমি ফেসবুকে একটি অতিসাধারণ পোষ্ট করেছিলাম। আমার কথা হচ্ছে এরা কোন দলের না। তারপরও তাদের এভাবে হত্যা করা ঠিক হয়নি। সেই স্ট্যাটাসের পর আমার দলের কয়েকজন শীর্ষস্থানীয় নেতা আমাকে নিয়ে বিরুপ মন্তব্য করেন। তাই রাগে-ক্ষোভে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি।’

তিনি বলেন, ‘মানুষের ভালো-মন্দের বিবেক বিবেচনা রয়েছে। ৬-৭ বছর ছাত্রলীগের সাথে ছিলাম, কখনোও সুবিধা নেইনি। আদর্শের ভিত্তিতে সংগঠন করেছি। কিন্তু সুবিধাবাদীরা এসে যখন বাজে মন্তব্য করে তখন হৃদয়ে রক্তক্ষরণ হয়।’

ওই ফেসবুক স্ট্যাটাসের কমেন্টসে SI Imran নামের একজন লিখেছেন ‘আমিও বাংলাদেশ ছাত্রলীগের একজন কর্মী ছিলাম এবং অনেক দিন যাবৎ কাজ করেও আসছি। আগে এই ছাত্রলীগ সম্মান এবং ভরসার একটা জায়গা ছিল আর এখন সবচেয়ে নিকৃষ্ট জায়গায় পরিনত হয়েছে। আমিও আজীবনের জন্য ছাত্রলীগ পদত্যাগ করলাম।’

এ বিষয়ে জানতে চাইলে লৌহজং উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক অনয় হাসান বেপারি বলেন, ‘ফেসবুকে তার পদত্যাগের ঘোষণা দেখেছি। তবে লিখিতভাবে তিনি কিছু জানাননি। আনুষ্ঠানিক পদত্যাগ করতে হলে লিখিত দেয়ার নিয়ম রয়েছে।’

এই বিভাগের সর্বশেষ
ফেইসবুকে আমরা
ইউটিউবে আমরা
error: দুঃখিত!