১৪ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শনিবার | রাত ৩:২৬
Search
Close this search box.
Search
Close this search box.
শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসে মুন্সিগঞ্জে স্বেচ্ছাসেবক লীগের মিলাদ ও ইফতার বিতরণ
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ১৭ মে, ২০২০, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)

আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৪০তম স্বদেশ প্রত্যাবর্তন দিবসে মুন্সিগঞ্জে মিলাদ-দোয়া ও ইফতার বিতরণ করেছে মুন্সিগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগ।

রোববার (১৭ মে) বিকেলে মুন্সিগঞ্জ থানা মসজিদে মিলাদ-দোয়া ও পরে শহরের সুপারমার্কেট চত্বরে ভ্রাম্যমাণ দোকানদার, মিশুক চালক ও পথচারিদের মাঝে ইফতারের খাবার পরিবেশন করা হয়।

এসময় জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আল মাহমুদ বাবু বলেন, ‘দেশের সকল দুর্যোগে মানুষের সেবক হিসেবে স্বেচ্ছাসেবক লীগ কাজ করেছে। এই করোনা দুর্যোগেও বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফজালুর রহমান বাবু ও সাধারণ সম্পাদক নির্মল রঞ্জন গুহ এর নির্দেশনায় মুন্সিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মৃণাল কান্তি দাসের পক্ষে খাবার বিতরণ করা হয়েছে।

এসময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ ছাত্রলীগের আইন বিষয়ক উপ সম্পাদক আপন দাস, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম পলাশ, জেলা ছাত্রলীগের দপ্তর সম্পাদক শিহাব আহমেদ, ছাত্রবৃত্তি বিষয়ক সম্পাদক হাসিব মো: রাফিউ, ছাত্রলীগ নেতা তাওহিদুল ইসলাম সিয়াম, রিফাত তালুকদার প্রমুখ।

উল্লেখ্য, ১৯৭৫ সালের ১৫ আগস্ট নরঘাতকরা ইতিহাসের নৃশংসতম হত্যাকাণ্ডের মাধ্যমে শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করে। এ সময় বিদেশে থাকায় বেঁচে যান বঙ্গবন্ধুর দুই কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা।

এ হত্যাকাণ্ডের পর স্বাধীন-সার্বভৌম বাংলাদেশে মুক্তিযুদ্ধের চেতনাকে ভূলুণ্ঠিত করে বাঙালি জাতির অস্তিত্বকে বিপন্ন করতে নানামুখী ষড়যন্ত্র শুরু করে ঘাতকগোষ্ঠী। বাঙালি জাতির জীবনে জগদ্দল পাথরের মতো চেপে বসে ঘোর অমানিশার অন্ধকার। ঠিক এমনি ক্রান্তিলগ্নে ১৯৮১ সালের ১৪, ১৫, ও ১৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত আওয়ামী লীগের জাতীয় কাউন্সিলে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার অনুপস্থিতিতে তাকে সংগঠনের সভাপতি নির্বাচিত করা হয়। বঙ্গবন্ধুকন্যার নেতৃত্বকে ভয় পায় ঘাতকগোষ্ঠী। তাই এ সময় শেখ হাসিনাকে স্বদেশে প্রত্যাবর্তন করতে না দেয়ার জন্য সব ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়।

দীর্ঘ ছয় বছর নির্বাসন শেষে সামরিক শাসকের রক্তচক্ষু ও নিষেধাজ্ঞা উপেক্ষা করে ১৯৮১ সালের ১৭ মে প্রিয় স্বদেশ ভূমিতে প্রত্যাবর্তন করেন শেখ হাসিনা। সেদিন রাজধানী ঢাকা মিছিলের নগরীতে পরিণত হয়। সকাল থেকে মধ্যরাত পর্যন্ত ঢাকা শহর মিছিল আর স্লোগানে প্রকম্পিত হয়।

error: দুঃখিত!