১৪ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শনিবার | রাত ৪:১০
Search
Close this search box.
Search
Close this search box.
করোনাভাইরাস: মুন্সিগঞ্জে নতুন আক্রান্ত ৪২ জন সহ মোট ১৫৮৫
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ১৫ জুন, ২০২০, প্রধান প্রতিবেদক (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জে আজ আরও ৪২ জন ‘করোনা পজেটিভ’ রোগী পাওয়া গেছে। এ নিয়ে মুন্সিগঞ্জে সর্বমোট করোনা রোগীর সংখ্যা ১৫৮৫ জন।

মুন্সিগঞ্জের সিভিল সার্জন ডাঃ আবুল কালাম আজাদ আজ সোমবার (১৫ জুন) এসব তথ্য ‘আমার বিক্রমপুর’ কে নিশ্চিত করেন।

নতুন আক্রান্তদের মধ্যে, মুন্সিগঞ্জ সদর উপজেলার ৩০ জন, টংগিবাড়ী উপজেলার ১ জন, সিরাজদিখান উপজেলার ৯ জন ও শ্রীনগর উপজেলার ২ জন।

মুন্সিগঞ্জে করোনা আক্রান্তের সর্বশেষ চিত্র- সোমবার, ১৫ জুন, ২০২০ইং

উপজেলাআক্রান্তমৃত্যুসুস্থ
মুন্সিগঞ্জ সদর৬৯৫২০১৪০
গজারিয়া১৫৫৫০
টংগিবাড়ী১২৭৩১
লৌহজং২১৭২৫
সিরাজদিখান২৩৭৬৯
শ্রীনগর১৫৪৫২
 সর্বমোট- ১৫৮৫সর্বমোট- ৩৯সর্বমোট- ৩৬৭
সূত্রঃ সিভিল সার্জন, মুন্সিগঞ্জ

মুন্সিগঞ্জ থেকে আজ পর্যন্ত (১৫ জুন) ৭৩৫৩ জনের শরীর থেকে করোনাভাইরাস পরীক্ষার জন্য নমুনা পাঠানো হয়েছে। এর মধ্যে ৬৯৪৭ জনের রেজাল্ট পাওয়া গেছে। এর মধ্যে আক্রান্ত ১৫৮৫, মৃত ৩৯, সুস্থ ৩৬৭ জন। রেজাল্ট এখনো পাওয়া যায়নি ৪০৬ জনের।

উল্লেখ্য, গত ১১ এপ্রিল প্রথম মুন্সিগঞ্জে একসাথে দুই নারীসহ দশজন করোনাভাইরাসে সংক্রমিত রোগী শনাক্ত হয়।

error: দুঃখিত!