মুন্সিগঞ্জ, ২৪ এপ্রিল, ২০২০, আমিনুল ইসলাম (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের শ্রীনগরে আড়িয়াল বিলের এক কৃষকের ধান কেটে দিয়ে তার পাশে দাড়ালেন বাংলাদেশ বিকল্প যুবধারার নেতাকর্মীরা।
শুক্রবার (২৪ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার শ্যামসিদ্ধি ইউনিয়নের গাদিঘাট এলাকার আড়িয়াল বিলের কৃষক বিল্লাল হোসেন তালুকদারের ৪৫ শতাংশ জমির ধান কাটেন তারা।
এসময় ধান কাটায় অংশগ্রহন করেন কেন্দ্রীয় বিকল্প যুবধারার সভাপতি আসাদুজ্জামান বাচ্চু, স্থানীয় সাংসদ মাহী বি চৌধুরীর পিএ ওবায়দুল হক সোহাগ, এপিএস-২ গাজি শহিদুল্লাহ কামাল ঝিলু, কেন্দ্রীয় বিকল্প যুবধারার সহ-সভাপতি জাহাঙ্গীর আলম নিশি, যুগ্ন-সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, শ্রীনগর বিকল্প যুবধারার যুগ্ন-সম্পাদক জিল্লুর রহমান, যুবধারা নেতা আমিনুল ইসলাম শ্যামলসহ অনেকে।
যুবধারার নেতারা জানান, করোনার প্রভাবে এই অঞ্চলে শ্রমিক সংকটকালীন সময়ে একজন কৃষকের ধান কেটে তারা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। তবে দেশের এই ক্রান্তিলগ্নে এই ধারা অব্যাহত থাকবে বলে জানান তারা।