মুন্সিগঞ্জ, ২৪ এপ্রিল, ২০২০, আমিনুল ইসলাম (আমার বিক্রমপুর)
করোনা পরিস্থিতিতে মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার রুসদী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের ২০০২-ব্যাচ’র বন্ধু মহলের উদ্যোগে শতাধিক কর্মহীন পরিবারকে আর্থিক সহায়তা করা হয়েছে।
শুক্রবার (২৪ এপ্রিল) সকাল থেকে বিকাল পর্যন্ত ওই রুসদী উচ্চ বিদ্যালয়ের আশ পাশের ১২টি গ্রামে বাছাইকৃত দুস্থ পরিবার গুলোর বাড়িতে বাড়িতে গিয়ে এই আর্থিক সহযোগিতা করা হয়।
বন্ধু মহল-২০০২ ব্যাচের ছাত্র কবি রিপন মোল্লা জানান, বিশ্বব্যাপী মহামারী করোনা ভাইরাস সংক্রমণ রোধে কর্মহীনদের কিছুটা আর্থিক সহযোগিতা করতে আমরা সকলে আনন্দিত।
সমাজের সবাই যদি দেশের এই ক্রান্তিলগ্নে অসহায়দের পাশে এসে দাড়াতে পারি, তাহলে বর্তমান পরিস্থিতিতে করোনা মোকাবেলায় কর্মহীনদের দুর্ভোগ লাঘব হবে।