১৩ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শুক্রবার | রাত ৯:৩৮
Search
Close this search box.
Search
Close this search box.
মুন্সিগঞ্জে দুই হাজার পরিবারকে খাদ্য সামগ্রী দিলো বিএনপি
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ২৪ এপ্রিল, ২০২০, লৌহজং প্রতিনিধি (আমার বিক্রমপুর)

প্রাণঘাতী করোনাভাইরাসের প্রাদুর্ভাবে কর্মহীন হয়ে পড়া অসহায়, দুস্থ গরীব প্রায় দুই হাজার পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বিএনপি।

সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী ও মুন্সিগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য মিজানুর রহমান সিনহার সহযোগীতায় এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

লৌহজং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ হাবিবুর রহমান অপু চাকলাদার, সাংগঠনিক সম্পাদক আলহাজ বাদল হোসেন হাওলাদার, যুগ্ম সাধারণ সম্পাদক আল ইউসুফ আজাদ চঞ্চল মোল্লা, আলহাজ ইয়াসিন শেখ, উপজেলা যুবদলের সাবেক সভাপতি হাজী মো. মুক্তার হোসেন খান ও সাবেক সিনিয়র সহ-সভাপতি হাজী মো. হারুন মোড়লের উদ্দ্যেগে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে উপজেলার ঘোড়দৌড় বাজার থেকে ১০টি ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে ইউনিয়ন ভিত্তিকভাবে খাদ্য সামগ্রী বিতরণ করেন।

পরে ইউনিয়ন সভাপতি ও সাধারণ সম্পাদকের নের্তৃত্বে উপজেলার ৯০টি ওয়ার্ডে ১০ কেজি চাল, ১ কেজি তেল, ১ কেজি ডাল, ১ কেজি বুট, ১ কেজি চিনি, ১ কেজি লবণ, ১টি সাবানসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ হয়।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি ও বিএনপির অঙ্গসংগঠনের নেতা- লুৎফর রহমান পাভেল, মহসিন মোড়ল, মজিবুর রহমান লাবলু, আসলাম হোসেন লিটন, মনির হোসেন, দোলন খান, উজ্জ্বল হোসেন, জসিম মোল্লা পল্টু, জাহিদ হাসান আব্দুর রব, বাচ্চু শেখ প্রমুখ।

error: দুঃখিত!