১২ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
বৃহস্পতিবার | ভোর ৫:১২
Search
Close this search box.
Search
Close this search box.
হিরণ কিরণ থিয়েটারের আয়োজনে নাটক ‘অবচিত’ মঞ্চস্থ
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ২৪ ফেব্রুয়ারি, ২০২১, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)

একুশে ফেব্রুয়ারি শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে হিরণ কিরণ থিয়েটারের আয়োজনে নাটক ‘অবচিত’ মঞ্চস্থ হয়েছে।

গতকাল মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মুন্সিগঞ্জ কেন্দ্রীয় শহিদ মিনারে নাটকটি মঞ্চস্থ করা হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে ‍উপস্থিত ছিলেন, মুন্সিগঞ্জ জেলা পুলিশ সুপার আব্দুল মোমেন ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুন্সিগঞ্জ শহর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মাহতাব উদ্দিন কল্লোল।

নাট্যকার জাহাঙ্গীর আলম ঢালীর রচনায় নাটকের নির্দেশনা দেন শেখ মোহাম্মদ শামিম।

এসময় আমন্ত্রিত অতিথিরা বলেন, ‘নাটক আমাদের মধ্যে সৃজনশীলতা সৃষ্টি করে। সামাজিক বন্ধনকে অটুট করে। সুস্থ সংস্কৃতি চর্চার উৎকৃষ্ট উদাহারণ হচ্ছে মঞ্চ নাটক।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজ আফজাল, মুন্সিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক সভ্যতার আলো’র সম্পাদক মীর নাসির উদ্দিন উজ্জ্বল, মুন্সিগঞ্জ সদর থানার ওসি আবু বকর সিদ্দিক, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি শাহিন আমানুল্লাহ, সাধারণ সম্পাদক সাব্বির হোসাইন জাকির, নাগরিক সমন্বয় পরিষদের আহবায়ক অ্যাড. সুজন হায়দার জনি, আরিফ মোড়ল প্রমুখ।

error: দুঃখিত!