২৮শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সোমবার | সন্ধ্যা ৭:০১
হাইকোর্টের আদেশে প্রার্থীতা ফিরে পেলেন মুন্সিগঞ্জ পৌরসভার প্রার্থী জামাল
খবরটি শেয়ার করুন:

হাইকোর্টের আদেশে মুন্সিগঞ্জ পৌরসভার এক প্রার্থী তার প্রার্থীতা ফিরে পেয়েছে।

গত রবিবার নির্বাচন কমিশন তার স্বপক্ষে প্রতীক বরাদ্দ দিয়েছে।

এর অাগে জামাল হোসেন নামের ওই প্রার্থীর সমর্থনে এক ভাগ ভোটারের স্বাক্ষরে গরমিল থাকায় যাচাই বাছাইয়ে তার প্রার্থীতা বাতিল করা হয়।

জেলা নির্বাচন কর্মকর্তা ফয়সাল কাদের এ তথ্য নিশ্চিত করে বলেন, প্রার্থী জামাল হোসেনের একজন আইনজীবি হাইকোর্টের আদেশ সার্টিফাইট করে জেলা নির্বাচন অফিসে জমা দিলে গতকাল তার প্রার্থীতা ফিরিয়ে দিয়ে তার অনুকুলে জগ মার্কা প্রতীক ররাদ্দ করা হয়।

মনোনয়োন পত্র জমা দানের সময় তার সমর্থনে যে এক ভাগ ভোটারের স্বাক্ষর সম্বলিত কাগজ জমা দেয়া হয়েছিল, তাতে অনেক গরমিল থাকায় যাচাই বাছাইয়ে তার প্রার্থীতা বাতিল করেছিল রিটানিং অফিসার। পরবর্তীতে আপিলেও তার প্রার্থীতা বাতিল বৈধ বলে ঘোষনা করা হয়।

এর পরে প্রার্থী জামাল হোসেন হাইকোর্টে রিট করলে মহামান্য হাইকোর্ট তার কাগজপত্র বৈধ ঘোষনা করায় জেলা নির্বাচন অফিস তার প্রার্থীতা ফিরিয়ে দিয়ে গতকাল তার স্বপক্ষে জগ প্রতীক বরাদ্দ দেয়।

তার নির্বাচন করতে এখন আর কোন বাধা থাকলো না।

error: দুঃখিত!