মুন্সিগঞ্জ ১০ অক্টোবর, ২০১৯, সিরাজদিখান প্রতিনিধি (আমার বিক্রমপুর)
আসন্ন রবি মৌসমে সার ও বীজের প্রাপ্যতা নিশ্চিত করার লক্ষে মুন্সিগঞ্জের সিরাজদিখানে সার ও কীটনাশকের দোকান পরিদর্শন করা হয়েছে।
বৃহস্পতিবার (১০ অক্টোবর) দুপুরে ভেজাল মুক্ত কীটনাশক প্রাপ্যতা নিশ্চিত করার জন্য সিরাজদিখান বাজারের মেসার্স মুন্সী এন্টারপ্রাইজ, এস.এস.ট্রেডাস, হাজী তাজুল ইসলাম ট্রেডাস, বিসিআইসি ডিলার মেসার্স কেসি এন্টারপ্রাইজসহ বিভিন্ন সার ও কীটনাশকের দোকানে মনিটরিং করা হয়।
কৃষি সম্পসারন কর্মকর্তা মোহসিনা জাহান তোরনের নেতৃত্বে এই পরিদর্শন কর্মসূচি পালন করা হয়।
এসময় সাথে ছিলেন উপ সহকারী উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা মো.মিজানুর রহমান, উপ সহকারী কর্মকর্তা মাহমুদ আলম। কৃষকরা যাতে সঠিক সময়ে মান সম্মত সার ও কীটনাশক পায় সে জন্য সারের বিভিন্ন নমুনা সংগ্রহ করা হয় এবং এসব নমুনা মান যাচাইয়ের জন মৃত্তিকা সম্পদ গবেষনা ইনস্টিটিউটে পাঠানো হবে।