২রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
সোমবার | বিকাল ৪:৩২
Search
Close this search box.
Search
Close this search box.
সিরাজগঞ্জে মসজিদের টাকার হিসাব নিয়ে সংঘর্ষ, শিশুসহ গুলিবিদ্ধ ৫
খবরটি শেয়ার করুন:

সিরাজগঞ্জের তাড়াশে মসজিদ কমিটির টাকার হিসাবকে কেন্দ্র করে সংঘর্ষ হয়েছে। এসময় শিশুসহ ৫ জন গুলিবিদ্ধ হয়েছেন। তাদের তাড়াশ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে। রায়গঞ্জ সার্কেলের সিনিয়র এএসপি মো. মোতাহার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, জুমার নামাজের সময় উপজেলার বারুহাঁস ইউনিয়নের লাউসন গ্রামের জামে মসজিদ কমিটির আয়-ব্যয়ের হিসাব নিয়ে ওই গ্রামের আজিজল হকের সঙ্গে বর্তমান সভাপতি হাজি আবদুল হান্নানের কথা কাটাকাটি হয়। এসময় মুসল্লিরা দুই ভাগে বিভক্ত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন।

একপর্যায়ে আজিজল হকের ছেলে আনোয়ার হোসেন বাড়ি থেকে বন্দুক নিয়ে এসে মুসল্লিদের ওপর গুলিবর্ষণ করেন। এতে গ্রামের হাফিজুরের ছেলে জুয়েল রানা (১৭), আকবার আলীর ছেলে মোহাম্মদ বক্স মিঞা (৪২), বরাত আলীর ছেলে মোখলেছুর রহমান (৫৫), আজগর আলীর ছেলে রিসিভার (১০) ও আবু সাঈদের ছেলে নাজমুল ইসলাম (৯) গুলিবিদ্ধ হয়। প্রথমে তাদের তাড়াশ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাদের অবস্থার অবনতি হলে বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

এ প্রসঙ্গে মসজিদ কমিটির আবদুল হান্নান বলেন, ‘গ্রামের আজিজল হক মসজিদের ক্যাশ থেকে ৩৫ হাজার টাকা ধার নেন। ওই টাকা শোধ করতে বলায় তার ছেলে আমাদের ওপর গুলিবর্ষণ করে।’

error: দুঃখিত!