নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ আওয়ামীলীগের উপ-দপ্তর সম্পাদক ও মুন্সীগঞ্জ সদর-গজারিয়া আসনের সাংসদ এডভোকেট মৃণাল কান্তি দাসের পক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪০তম শাহাদাৎবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আজ ১৪আগষ্ট শুক্রবার বিকেলে মুন্সীগঞ্জ জেলা শহরে মৌনমিছিল-শোকর্যালী ও মোমবাতি প্রজ্জ্বলন করেছেন তার সমর্থিত ছাত্রলীগ, যুবলীগ, সেচ্ছাসেবকলীগ, আমরা মুক্তিযোদ্ধার সন্তান, মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ, মুক্তিযোদ্ধা যুব কমান্ড, তরুণ লীগ, শ্রমিক লীগ ছাড়াও আওয়ামীলীগের বিভিন্ন সহ-সংগঠন ও স্থানীয় কয়েকটি সামাজিক সংগঠনের নেতা-কর্মীরা।
তবে অসুস্থতার কারনে এডভোকেট মৃণাল কান্তি দাস এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন না।
র্যালিটি শহরের জমিদারপাড়া থেকে শুরু করে শহরের গুরুত্বপূর্ণ প্রান্ত প্রদক্ষিণ শেষে সুপার মার্কেটে এসে শেষ হয়।
র্যালিতে এসময় উপস্থিত ছিলেন শহর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মাহতাব উদ্দিন কল্লোল,শহর আওয়ামী নেতা শহীদুল ইসলাম, শাহীন রেজা কাজল, সেচ্ছাসেবক লীগের আহবায়ক আল মাহমুদ বাবু, কাউন্সিলর মকবুল হোসেন, কাউন্সিলর জাকির হোসেন, কাউন্সিলর আরমান গাজী, সেচ্ছাসেবক লীগ নেতা গোলাম রসূল সিরাজী রোমান, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়েজ আহমেদ পাভেল, জেলা তরুণলীগের ভারপ্রাপ্ত সভাপতি আদর দাস, সাধারণ সম্পাদক কাউসার তালুকদার, ছাত্রলীগ নেতা আপন দাস, সাবেক ছাত্রনেতা সর্দার রুবেল, খায়রুল ইসলাম পলাশ প্রমূখ।
র্যালি শেষে শহরের সুপার মার্কেটে মুক্তিযুদ্ধ ভাস্কর্যের নিচে ১৫ আগষ্টে শহীদদের স্মরণ করে মোমবাতি প্রজ্জ্বলন করা হয়। এরপর ভাস্কর্য প্রাঙ্গনে বঙ্গবন্ধু’র ঐতিহাসিক হত্যাকান্ড নিয়ে ধারাবাহিক প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয় ।
একই স্থানে আগামীকাল কাঙালী ভোজের আয়োজন করেছেন সাংসদ সমর্থকরা।