মুন্সিগঞ্জ, ১৫ মে, ২০২০, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)
‘সারাজীবন আপনারা আমাদের রাজনীতিবিদদের পাশে ছিলেন, এখন সময় এসেছে আমাদের রাজনীতিকদের আপনাদের পাশে দাঁড়ানোর’ এসব কথা বলেছেন আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক ও মুন্সিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মৃণাল কান্তি দাস।
শুক্রবার (১৫ মে) সকালে মিরকাদিম পৌরসভার ৯টি ওয়ার্ডের ৫ হাজার পরিবারের মাঝে ব্যক্তিগত উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণের সময় তিনি এসব কথা বলেন।
মৃণাল কান্তি দাস বলেন, ‘আজ আমার ব্যক্তিগত উদ্যোগে মিরকাদিমের মানুষের প্রতি যে অপার ভালোবাসা সেই টান থেকে তাদের মাঝে সামান্য কিছু খাদ্যসামগ্রী নিয়ে ছুটে এসেছি। যতদিন এই সংকট থাকবে আমি আমার এলাকার সকল শ্রেণী-পেশার মানুষের পাশে থাকবো।
এসময় অন্যন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আল মাহমুদ বাবু, জেলা পরিষদের সদস্য গোলাম রসূল সিরাজী রোমান, মিরকাদিম পৌর আওয়ামী লীগের সভাপতি ওয়াহিদুজ্জামান বাসু, কেন্দ্রীয় ছাত্রলীগের আইন বিষয়ক সম্পাদক আপন দাস, পৌর আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক আব্দুস সালাম মনা, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম পলাশ, সদর উপজেলা কৃষক লীগের সভাপতি পিয়ার হোসেন, মিরকাদিম পৌর ছাত্রলীগের সভাপতি খালেদ মাহমুদ রকি, পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সেকান্দর হোসেন, পৌরসভার ১ নং ওয়ার্ডের কাউন্সিলর আব্দুল জলিল মাদবর, ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূর ইসলাম, ৯ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুর রহিম বাদশা সংরক্ষিত কাউন্সিলর শাহিনা ইসলাম প্রমুখ।