বিশ্বফুটবলের জীবন্ত কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনা। এক সময় মাঠ কাপিয়ে নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। আরেকজন লিওনেল মেসি যিনি, বর্তমান বিশ্বফুটবলে নিয়মিতই দ্যূতি ছড়াচ্ছেন।এই দুজনের মধ্যে সর্বকালের সেরা কে? এ নিয়ে প্রজন্মের ব্যবধানে দ্বিধা থাকলেও ডিয়েগো ম্যারাডোনা ও লিওনেল মেসির নামটা যে আর্জেন্টিনার সর্বকালের সেরা একাদশে অবশ্যই থাকবে তা নিয়ে কোনো সন্দেহই নেই।
আর্জেন্টিনার ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) প্রকাশ করেছে দেশের সেরা ফুটবলারদের নিয়ে গড়া একাদশের নাম। তবে তাতে আর্জেন্টাইন ফুটবল ঈশ্বর ও খুদে জাদুকরের সঙ্গী যে ৯ জন তাতে এ সময়ের খেলোয়াড়দের মধ্যে মেসি ছাড়া আর কারো নামই নেই।
ছিটকে পড়েছেন রবার্তো আয়ালার নাও, এমনকি গোলরক্ষক হিসেবে সের্হিয়ো গয়কোচিয়ার নামটাও আসতে পারত বলে অনেকের মত। তবে আর্জেন্টিনার ফুটবল অ্যাসোসিয়েশনের বেছে নেওয়া সর্বকালের সেরা একাদশে গোলরক্ষক হিসেবে আছেন ১৯৭৮ সালের বিশ্বকাপের ফাইনালসহ তিনটি বিশ্বকাপে খেলা উবালদো ফিলোল।
আরো আছেন জাভিয়ের জানেত্তি, রবার্তো পারফুমো, আর্জেন্টিনার প্রথম বিশ্বকাপজয়ী অধিনায়ক দানিয়েল প্যাসারেলা, আলবার্তো তারানতিনি, মিগেল আনহেল ব্রিন্দিসি, ফার্নান্দো রেদন্দো, গাব্রিয়েল বাতিস্তুতা ও মারিও কেম্পেস।
সূত্র : ওয়েবসাইট