৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শুক্রবার | রাত ১:০৩
শেখ হাসিনা গণমানুষের নেত্রী, তিনি সবার কথাই ভাবেন- মৃণাল
খবরটি শেয়ার করুন:

বাংলাদেশ অাওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক ও সদর-গজারিয়া (৩) অাসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস বলেছেন, তলোয়ার হাতে তুলে দেয়ার নামই জিহাদ নয়। সবচেয়ে বড় জিহাদ হচ্ছে মানুষের সাথে মানবিক অাচরণ করা। তাই জিহাদের অপব্যাখ্যা রুখতে সঠিকভাবে ধর্মীয় শিক্ষা শিশুকাল থেকেই গ্রহণ করতে হবে।

শনিবার মুন্সিগঞ্জ পৌর এলাকার হাটলক্ষীগঞ্জে নূরে মুহাম্মদ ছাল্লাল্লাহু অালাইহি ওয়াসাল্লাম অাল-ইসলামিয়া মাদ্রাসার শিক্ষার্থীদের সাথে অালাপকালে তিনি এসব কথা বলেন। মাদ্রাসাটির শিক্ষার্থীদের জন্য তিনি এসময় উন্নত মানের ইফতার সরবরাহ করেন ও মাদ্রাসা উন্নয়ন কাজের জন্য ২লক্ষ টাকা অনুদান দেন।

মৃণাল কান্তি দাস মাদ্রাসার শিক্ষার্থীদের উদ্দেশ্য করে বলেন, তোমরা অারবী উচ্চারণে কোরঅান পড়ার পাশাপাশি মাঝে মাঝে বাংলা অর্থটাও পড়বে।

তিনি এসময় সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা কতৃক কওমী মাদ্রাসার দাওরায়ে হাদিসকে স্নাতকোত্তর স্বীকৃতি প্রদানের বিষয়টি তুলে ধরে বলেন, বঙ্গবন্ধু কন্য তোমাদের মূল ধারার শিক্ষার সাথে সম্পৃক্ত করে দিয়েছেন। তিনি রাষ্ট্রীয় ক্ষমতায় এসে মাদ্রাসা শিক্ষাকে গুরুত্বের সাথে অবলোকন করেছেন। তিনি গণমানুষের নেত্রী, সবার কথা ভাবেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন মাদ্রাসার প্রধান শিক্ষক মুফতী সবুর হামিদী, স্থানীয় পঞ্চায়েত কমিটির সভাপতি দেলওয়ার মিজি, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি অ্যাডভোকেট গোলাম মাওলা তপন, জেলা স্বেচ্ছাসেবক লীগের অাহবায়ক অাল মাহমুদ বাবু, শিল্পায়ন অাঞ্চলিক শাখা শ্রমিক লীগের সভাপতি অাবুল কাশেম, পৌর কাউন্সিলর মকবুল হোসেন, সংরক্ষিত অাসনের মহিলা কাউন্সিলর নার্গিস বেগম, জেলা ছাত্রলীগের সাবেক দপ্তর সম্পাদক খায়রুল ইসলাম পলাশ, জেলা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক অাপন দাস, দপ্তর সম্পাদক শিহাব অাহমেদ।

error: দুঃখিত!