শনিবার মুক্তি সংঘের খেলার মাঠে খড়িয়া মুক্তি সংঘের উদ্যোগে আয়োজিত ১১ তম বার্ষিক বিনামুল্যে চোখের চিকিৎসা ও ল্যান্স সংযোজন করা হয়েছে।
এতে দিন ব্যাপী পাচঁ শতাধিক দুস্থ্য রোগীদের মধ্যে ওষুধ, ল্যান্স সংযোজন ও চশমা বিতরণ করা হয়।
বিনামুল্যে চোখের চিকিৎসা সেবার উদ্বোধন করেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্জ আব্দুর রশিদ শিকদার ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য সাগুফতা ইয়াসমিন এমিলি।
সংক্ষিপ্ত আলোচনা সভায় খড়িয়া মুক্তি সংঘের সভাপতি আলহাজ্ব ফেরদৌস আলম খানের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মোঃ সাইদুর রহমান খোকনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, মোঃ মেহেদি হাসান, মোঃ আনোয়ার হোসেন, বীর মুক্তিযোদ্বা শাহজাহান মোড়ল, স্থানীয় চেয়ারম্যান আলহাজ্জ লুৎফর রহমান তালুকদার, মোঃ আবুল বাসার খান, মোঃ কামাল হাওলাদার প্রমুখ।