৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
রবিবার | দুপুর ১:৪৩
Search
Close this search box.
Search
Close this search box.
যে কারণে ক্লাস বন্ধ হরগঙ্গাসহ মুন্সিগঞ্জের কয়েকটি কলেজের
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ১২ আগস্ট ২০২৪, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

দেশে চলমান পরিস্থিতিতে আইএসপিআর (সশস্ত্র বাহিনীর সংবাদ সংস্থা) সকল শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখার নির্দেশনা দেয়ার পর খুলে দেয়া হলেও পরবর্তীতে বন্ধ রাখা হয়েছে মুন্সিগঞ্জের সরকারি হরগঙ্গা কলেজসহ জেলার অল্প কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের একাডেমিক কার্যক্রম।

জানা গেছে, গেল ৮ আগস্ট (বৃহস্পতিবার) হরগঙ্গা কলেজে একাদশ শ্রেণীতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের প্রথম ক্লাসসহ অন্যান্য ক্লাস অনুষ্ঠিত হয়। এর পরের দুইদিন ছুটি দিয়ে রোববার পুনরায় ক্লাস হওয়ার কথা থাকলেও ১০ আগস্ট কলেজ অধ্যক্ষ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়- ‘পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত একাদশ শ্রেণিসহ কলেজের অন্যান্য শ্রেণির ক্লাস বন্ধ থাকবে।’

খোঁজ নিয়ে জানা গেছে, হরগঙ্গা কলেজ ছাড়াও জেলার অল্প কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস বন্ধ রয়েছে। তবে বেশিরভাগ কলেজে ক্লাস চলছে স্বাভাবিক সময়ের মতই।

এ বিষয়ে সরকারি হরগঙ্গা কলেজের অধ্যক্ষ সুভাষ চন্দ্র হীরা বলেন, ‘আসলে আমরা পৃথক পৃথক নির্দেশনা পেয়েছি। তাই ধোয়াশার মধ্যে আছি। ঢাকা বিভাগের অনেক প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে। জেলায়ও কয়েকটি বন্ধ রয়েছে। আসলে শিক্ষার্থীরা বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে থাকায় ক্লাস বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়। তবে আমরা উর্ধ্বতনদের সাথে আলোচনা করে শীঘ্রই কলেজে ক্লাস আবার শুরু করবো।’

এ বিষয়ে জানতে চাইলে রামপাল কলেজের অধ্যক্ষ জাহাঙ্গীর হাসান আজ দুপুরে আমার বিক্রমপুর কে বলেন, ‘আমাদের কলেজের ক্লাস স্বাভাবিক রয়েছে। শিক্ষার্থীদের উপস্থিতিও স্বাভাবিক সময়ের মত।’

শ্রীনগর সরকারি কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের সহকারি অধ্যাপক ড. মো. আবুল হোসেন দুপুর সাড়ে ১২ টার দিকে জানান, ওই প্রতিষ্ঠানে ক্লাস কার্যক্রম স্বাভাবিক রয়েছে। শিক্ষার্থীরাও উপস্থিত আছে স্বাভবিক সময়ের মত।

মুন্সিগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ফেরদৌস ওয়াহিদ বলেন, ‘সরকারের পক্ষ থেকে কলেজ বা ক্লাস বন্ধ রাখার নির্দেশনা পাইনি। কোন প্রতিষ্ঠান বন্ধ থাকলে সেগুলো খুলে দেয়া হবে। এ বিষয়ে খোঁজ নেয়া হচ্ছে।’

এই বিভাগের সর্বশেষ
ফেইসবুকে আমরা
ইউটিউবে আমরা
error: দুঃখিত!