বিদ্যা বালান, এই সময়ের বলিউডে নারীকেন্দ্রিক সিনেমার সেরা মুখ। যেমন পর্দায়, তেমনই পর্দার বাইরেও নারীর অধিকার থেকে সম্মান সব কিছু নিয়ে সমান সরব তিনি। আর তাই তিনি জানান মেয়েদের সম্মান কখনও তার পোশাকের মাপ দিয়ে বিচার্য হতে পারে না।
সম্প্রতি ‘ইয়ুথ ফর ইউনিটি’ নামক এক সমাবেশে তরুণদের উদ্দেশে এ কথা বলেন জাতীয় পুরস্কারজয়ী এই অভিনেত্রী।
সারা দেশের বিভিন্ন প্রান্তে নারী নিগ্রহের ঘটনা বাড়ছে। বাড়ছে মেয়েদের সম্মানহানিও। আর এ প্রসঙ্গে বলতে গিয়ে বিদ্যা বলেন, ‘ নারীদের সম্মান করা মনের ব্যাপার৷ মেয়েরা যা খুশি তা পরতে পারে। যে কোনও পেশাতে আসতে পারে। তাতে কিছু এসে যায় না। মহিলাদের সম্মান কখনও তাদের পোশাকের মাপ অনুযায়ী হতে পারে না।’’
এ প্রসঙ্গে তিনি নিজের ‘ডার্টি পিকচার’ ছবির উদাহরণ টেনে আনেন। চরিত্রের প্রয়োজনে এ ছবিতে খোলামেলা পোশাকে দেখা গিয়েছিল বিদ্যাকে। একইসঙ্গে ইভ টিজিংয়ের ঘটনা রুখতে মেয়েদের আরও সাহসী হতে বলেন তিনি। যখন যেখানে সম্মানহানির ঘটনা ঘটছে, সেখানেই প্রতিরোধ গড়ে তোলার পরামর্শ দেন তিনি।
বলিউডে অভিনেতাদের পাশাপাশি অভিনেত্রীদের সমান্তরাল জায়গাটি প্রতিষ্ঠা করেছেন তিনি। দেশের মেয়েদের তাই বলিষ্ঠ, সাহসী ও পুরুষের সমকক্ষ হয়ে ওঠার কথাই বললেন বিদ্যা।