নিজস্ব প্রতিবেদক: মুন্সীগঞ্জে শোক দিবসের র্যালিকে কেন্দ্র করে হামলা ও দোকান ভাঙচুর হয়েছে। আজ শনিবার বিকেল ৩ টার দিকে শহরের মানিকপুর এলাকায় এঘটান ঘটে।
স্থানীয়রা জানান, শোক র্যালিতে যুবলীগে কর্মী রুবেল ও সৈনিকলীগ কর্মী রবিনের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে র্যালি শেষে রবিন তার লোকজন নিয়ে মানকিপুর এলাকা দিয়ে বাড়ি ফেরার সময় রুবেল মিয়ার লোকজন রবিনকে মারধর করে।
এ ঘটনার পর রবিন, সোহলে, জনি, লিমনসহ ১২-১৫ জনের একটি গ্রুপ এসে রুবেলের মালিকানাধীন মানিকপুরের মা এন্টারপ্রাইজের দোকানে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর চালায়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইউনুচ আলী জানান, হামলার বিষয়ে তদন্ত চলছে। কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।