২৬শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
শনিবার | সকাল ৮:২৮
মুন্সীগঞ্জেও জাতীয় পার্টির এজেন্টদের বের করে দেয়া হয়েছেঃ যুগ্ম মহাসচিব
খবরটি শেয়ার করুন:

মুন্সীগঞ্জে নির্বাচনী এজেন্টদের বের করে দেয়ার অভিযোগ করেছে জাতীয় পার্টি। দেশের ৭১৭ ইউনিয়ন পরিষদে আজ ভোটগ্রহণ শুরুর কয়েক ঘণ্টার মধ্যে দলটির যুগ্ম মহাসচিব রেজাউল করিম ভুঁইয়ার নেতৃত্বে একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজের সঙ্গে সাক্ষাৎ করে লিখিত অভিযোগ করেন।

অভিযোগপত্রে সিরাজদিখানের কয়েকটি ভোটকেন্দ্র দখলের কথা উল্লেখ করা হয়েছে। মুন্সীগঞ্জ ছাড়াও বরিশাল, কুমিল্লা, বাগেরহাট, সাতক্ষীরা, পটুয়াখালী ও কুমিল্লায় প্রায় অর্ধশত কেন্দ্র থেকে জাতীয় পার্টির প্রার্থীর এজেন্টদের বের করে দেওয়া, জাল ভোট দেওয়া ও হামলার কথা বলা হয়েছে।

অভিযোগপত্রে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে এসব কেন্দ্র দখলমুক্ত করতে তাৎক্ষণিকভাবে নির্বাচন কমিশনকে ব্যবস্থা নিতে অনুরোধ করা হয়েছে। এ বিষয়ে নির্বাচন কমিশনার শাহনেওয়াজ তাৎক্ষণিকভাবে পরিস্থিতির খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেন বলে জানান রেজাউল।

error: দুঃখিত!