মুন্সিগঞ্জ, ২৭ জুন, ২০২১, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জ সদরে গতকাল শনিবার (২৬ জুন) নতুন করে ১৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মুন্সিগঞ্জ সদর উপজেলায় করোনায় মোট আক্রান্তের সংখ্যা দাড়ালো ২৯৭১। সুস্থ হয়েছেন ২৯০৮ জন। মারা গেছেন ৩৬ জন।
মুন্সিগঞ্জ জেলা সিভিল সার্জন ডা. আবুল কালাম আজাদ এ তথ্য নিশ্চিত করেছেন।
এদিকে মুন্সিগঞ্জ সদর উপজেলায় করোনাভাইরাসের টিকা নিয়েছেন ১২২৬৮ জন। বর্তমানে মুন্সিগঞ্জের অন্য উপজেলাগুলোতে টিকাদান বন্ধ থাকলেও সদর উপজেলার যারা আগে রেজিষ্ট্রেশন করেছিলেন কিন্তু টিকা দেননি তারা টিকা নিতে পারছেন।
সিভিল সার্জন করোনাভাইরাস সংক্রমণ এড়াতে মাস্ক পড়ার পরামর্শ দিয়েছেন। এছাড়া জরুরী প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হতে নিরুৎসাহিত করেছেন তিনি।