মুন্সিগঞ্জ জেলা শহরের মুন্সিগঞ্জ পৌরসভার সামনের চত্বরে আল্লাহ্’র নাম সম্বলিত স্থাপত্য নির্মাণ করেছে মুন্সিগঞ্জ পৌরসভা।
পৌরসভার মেয়র হাজ্বী মোহাম্মদ ফয়সাল বিপ্লব এর উদ্যোগ ও নির্দেশনায় এই স্থাপত্যটি নির্মাণ করা হয়।
মেয়র বিপ্লব ‘আমার বিক্রমপুর’ কে বলেন, ‘মহান মুক্তিযুদ্ধ ও ৭৫ এর ১৫ আগষ্ট এ শহীদদের রূহের মাগফেরাত কামনায় মহান আল্লাহ্ তালার পবিত্র গুণবাচক নাম ও অর্থ সমূহ সংবলিত স্থাপত্য “আসমা উল হুসনা” নির্মাণ করা হয়। এর মাধ্যমে মানুষের ধর্মীয় চেতনা ও চিন্তাবোধ আরও জাগ্রত হবে’
৩০ জানুয়ারি সকাল ১১টায় পৌরসভা প্রাঙ্গনে এর ফলক উন্মোচন উপলক্ষে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ মহিউদ্দিন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য খন্দকার গোলাম মাওলা নকশ্ বন্দী।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মুন্সিগঞ্জ পৌরসভার মেয়র হাজ্বী মোহাম্মদ ফয়সাল বিপ্লব।