মুন্সিগঞ্জ, ২৪ আগস্ট ২০২৪, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)
দেশের ১১ জেলার প্রায় ৪৮ লাখ মানুষ এই মুহুর্তে বন্যায় আক্রান্ত। প্রাণহানির খবর পাওয়া গেছে ১৫ জনের। বন্যার খবর ছড়িয়ে পড়তেই সর্বশক্তি দিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন আক্রান্তের বাইরে থাকা সাধারণ মানুষজন। শিশুদেরও যেন ছুয়ে গেছে বন্যাকবলিতদের আর্তনাদ।
একে অপরকে দেখে উৎসাহী হওয়ার খবরই যেন এটি- মুন্সিগঞ্জ সদরের মিরকাদিম পৌরসভার নুরপুর প্রাইমারি স্কুলের চতুর্থ শ্রেণীর ছাত্র আব্দুল্লাহ রহমান (১১) আজ শুক্রবার সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত সহপাঠী বন্ধু মোস্তাকিমের সহযোগিতায় এলাকাঘুরে ১ হাজার ৪৫ টাকা সংগ্রহ করেছে। বন্যার্তদের সহযোগিতায় এই টাকা পাঠানোর পরিকল্পনা আব্দুল্লাহর।
কথা হয় আব্দুল্লাহর পিতা রাসেল রহমানের সাথে। তিনি বলেন, ‘ফেসবুকে বন্যার খবর দেখে আমার ছেলে। বিকালে আমরা এলাকার কয়েকজন মসজিদের সামনে থেকে ফান্ড সংগ্রহ করছিলাম। এসময় ছেলে সেটা দেখে তার মা কে গিয়ে বলে আমিও টাকা তুলবো। কথা অনুযায়ী ‘বন্যার জন্য সাহায্য’ লিখে একটা কাগজের বক্স বানিয়ে কাজ শুরু। এরপর বন্ধুকে সাথে নিয়ে বাড়িবাড়ি ঘুরে ১০-২০ টাকা করতে করতে তুলে ফেলে ১ হাজার ৪৫ টাকা।’
তিনি বলেন, ‘আমি বন্যার্তদের ত্রাণ নিয়ে ফেনি যাবো শুনে ছেলেও বায়না ধরেছে সাথে যাওয়ার। আমি চাই আমার ছেলে বড় হয়েও এরকম মানবিক মানুষ হোক।’