মুন্সিগঞ্জ, ২৩ আগস্ট ২০২৪, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মেঘনা নদীতীরবর্তী মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় বন্যার আশঙ্কা থাকায় মানুষের জানমাল রক্ষা ও যে কোন পরিস্থিতি মোকাবিলায় কন্ট্রোল রুম চালু করেছে উপজেলা প্রশাসন।
এদিকে, উপজেলার হোসেন্দি ইউনিয়নের ইসমানিরচর এলাকায় পানিবন্দি কয়েকটি পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছে প্রশাসন। নদীর পানি বেড়ে যাওয়ায় ওই পরিবারগুলো পানিবন্দি হয়ে পড়েন বলে জানা যায়।
গতকাল বৃহস্পতিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কোহিনুর আক্তার স্বাক্ষরিত ৪ সদস্যের এই কন্ট্রোল রুম চালু করা হয়। কন্ট্রোল রুমের সার্বিক সমন্বয়ের দায়িত্ব দেয়া হয় উপজেলা সহকারি কমিশনার (ভূমি) শাম্মি কায়সারকে (০১৭৬২৬৮৭২৬৭)।
কন্ট্রোল রুমের সাথে যোগাযোগের নাম্বারগুলো হলো- উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আবু সাঈদ মল্লিক- ০১৭০০৭১৬৭৬৬, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের উপ প্রশাসনিক কর্মকর্তা মো. নাসির উদ্দিন- ০১৫১৬৭৭৭১৩১, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সার্টিফিকেট সহকারী আশরাফ আলী ০১৮৬৪০৩৪৬৭৮, উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা অফিসের অফিস সহায়ক মো. মোবারক হোসেন- ০১৮৬৯১৩৩৬১১।
উপজেলা প্রশাসন জানায়, আজ শুক্রবার হোসেন্দি ইউনিয়নের ইসমানিরচর এলাকার জেলেপাড়ায় কয়েকটি পানিবন্দি পরিবারের মাঝে ত্রাণ হিসেবে শুকনা খাবার ও চাল বিতরণ করা হয়েছে।
এদিকে জেলায় বন্যার আশঙ্কার বিষয়ে পানি উন্নয়ন বোর্ড মুন্সিগঞ্জের নির্বাহী প্রকৌশলী তাওহিদুল ইসলাম রাত ১১ টার দিকে বলেন, ‘মেঘনা নদী তীরবর্তী মেঘনা সেতু এলাকায় বিপৎসীমার ৬ সেন্টিমিটার উপরে পানি প্রবাহিত হচ্ছে। তবে এটি আশঙ্কাজনক নয়।’
তিনি বলেন, ‘এছাড়া পদ্মা ও ধলেশ্বরী নদীর পানি বিপৎসীমার নিচে রয়েছে।’