৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
রবিবার | সকাল ১১:৪০
Search
Close this search box.
Search
Close this search box.
বন্যা নিয়ে দুশ্চিন্তা মুন্সিগঞ্জের গজারিয়ায়, আজ সারাদিন পানি উঠানামা করবে মেঘনায়
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ২৪ আগস্ট ২০২৪, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের পাশ দিয়ে বয়ে চলা ধলেশ্বরী ও পদ্মা নদীর পানি বিপৎসীমার নিচে রয়েছে। তবে আজ শনিবার সারাদিন জোয়ার-ভাটার প্রভাবে মেঘনা নদীর পানি বিপৎসীমার উপর দিয়ে অতিবাহিত হবে। কখনো নিচেও নামবে। তবে এটি ঘরবাড়িতে ঢুকে পড়ার মত আশঙ্কার নয় বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। জেলার অন্য নদী খাল-বিলে পানি বাড়লেও সেটি বিপৎসীমার নিচে রয়েছে।

পানি উন্নয়ন বোর্ড মুন্সিগঞ্জের নির্বাহী প্রকৌশলী তাওহিদুল ইসলাম সকালে এসব তথ্য জানিয়েছেন।

মেঘনা নদীতীরবর্তী মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় বন্যার আশঙ্কা থাকায় মানুষের জানমাল রক্ষা ও যে কোন পরিস্থিতি মোকাবিলায় কন্ট্রোল রুম চালু করেছে উপজেলা প্রশাসন। নাগরিকরাও এ নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন।

কন্ট্রোল রুমের সার্বিক সমন্বয়ের দায়িত্ব দেয়া হয় উপজেলা সহকারি কমিশনার (ভূমি) শাম্মি কায়সারকে (০১৭৬২৬৮৭২৬৭)।

কন্ট্রোল রুমের সাথে যোগাযোগের নাম্বারগুলো হলো- উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আবু সাঈদ মল্লিক- ০১৭০০৭১৬৭৬৬, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের উপ প্রশাসনিক কর্মকর্তা মো. নাসির উদ্দিন- ০১৫১৬৭৭৭১৩১, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সার্টিফিকেট সহকারী আশরাফ আলী ০১৮৬৪০৩৪৬৭৮, উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা অফিসের অফিস সহায়ক মো. মোবারক হোসেন- ০১৮৬৯১৩৩৬১১।

পানি উন্নয়ন বোর্ড মুন্সিগঞ্জের নির্বাহী প্রকৌশলী তাওহিদুল ইসলাম বলেন, ‘সকাল ৯টার দিকে মেঘনা সেতু এলাকায় পানির উচ্চতা বীপৎসীমার উপরে উঠে। আজ সারাদিন পানির উচ্চতা বেশি থাকবে। সর্বোচ্চ ২৫ সেন্টিমিটার পর্যন্ত উঠতে পারে। তবে এটি আশঙ্কাজনক বা ঘরবাড়ি তলিয়ে যাওয়ার মত নয়। এ নিয়ে আপাতত দুশ্চিন্তার কিছু নেই।’

এই বিভাগের সর্বশেষ
ফেইসবুকে আমরা
ইউটিউবে আমরা
error: দুঃখিত!