৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
বুধবার | বিকাল ৪:২০
মুন্সিগঞ্জে স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকী উদযাপন
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জে বিবেকানন্দ সেবা ও সংস্কৃতি কেন্দ্রের উদ্যোগে স্বামী বিবেকানন্দের ১৫৪তম জন্মবার্ষিকীতে দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছে।

শুক্রবার সকাল সাড়ে ১০টা থেকে রাত পর্যন্ত কেন্দ্রীয় শ্রী শ্রী জয়কালী মাতা মন্দির প্রাঙ্গণে স্বামীজীর প্রতিকৃতিতে পুষ্পমাল্য নিবেদন, শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

এ সময় প্রবীণ ধর্মপ্রাণ ব্যক্তি হিসেবে শ্রী যতীন্দ্র নাথ ভট্টাচার্যকে (১০৫) সম্মাননা দেওয়া হয়।

বিবেকানন্দ সেবা ও সাংস্কৃতিক কেন্দ্রের সভাপতি শ্রী মনিময় ঘোষালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামকৃষ্ণ মঠ ও মিশন অধ্যক্ষ, শ্রীমৎ স্বামী ধ্রুবেশানন্দজী মহারাজ।

বিশেষ অতিথি ছিলেন মুন্সিগঞ্জের পুলিশ সুপার বিপ্লব বিজয় তালুকদার, মুন্সিগঞ্জ বিবেকানন্দ সেবা ও সাংস্কৃতিক কেন্দ্রের ট্রাস্টি কমিটি সদস্য অধ্যাপক সুখেন চন্দ্র ব্যানার্জী।

error: দুঃখিত!