৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
রবিবার | সকাল ৯:৫৮
Search
Close this search box.
Search
Close this search box.
মুন্সিগঞ্জে সালমান এফ রহমানের ঔষধ কোম্পানির গাড়িতে বিপুল পরিমাণ ইয়াবা পেল শিক্ষার্থীরা
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ১৪ আগস্ট ২০২৪, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের মালিকানাধীন বেক্সিমকো ফার্মার ঔষধ পরিবহনের কাজে ব্যবহৃত গাড়িতে তল্লাশি চালিয়ে তিন হাজার পিস ইয়াবাসহ চালককে ধরেছেন শিক্ষার্থীরা।

আজ বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া উপজেলার ভবেরচর বাসস্ট্যান্ড এলাকায় সড়কে ট্রাফিক নিয়ন্ত্রণের কাজে থাকা শিক্ষার্থীরা তল্লাশি চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ গাড়ি চালক সোহাগকে (৩৫) আটক করেন। এসময় পালিয়ে যায় সাথে থাকা সহকারি।

জানা যায়, মহাসড়কের ঢাকামুখী লেনে জরুরী ঔষধ পরিবহনের কাজে ব্যবহৃত ওই কাভার্ড ভ্যানটিকে থামার জন্য সিগন্যাল দেয় শিক্ষার্থীরা। কিন্তু সেটি দ্রুতগতিতে চলে যাওয়ার চেষ্টা করে। এরপর কিছুদুর দাড়িয়ে থাকা শিক্ষার্থীদের আরেকটি দল গাড়িটিকে থামাতে সক্ষম হয়। পরে গাড়ির পেছনে তল্লাশি চালিয়ে কস্টিপ পেচানো অবস্থায় পাওয়া যায় বিপুল পরিমাণ মাদকদ্রব্য ইয়াবা।

গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজিব খাঁন জানান, শিক্ষার্থীরা প্রতিদিনের মতো মহাসড়কের বিভিন্ন পয়েন্টে যানবাহনে তল্লাশি চালানোর সময় বেক্সিমকো ফার্মার একটি কাভার্ড ভ্যান থেকে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। পরে উদ্ধারকৃত ইয়াবাসহ একজনকে আটক করে থানায় দেন তারা। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া শেষে আটককৃত গাড়ি চালককে আগামীকাল সকালে আদালতে প্রেরণ করা হবে।

এই বিভাগের সর্বশেষ
ফেইসবুকে আমরা
ইউটিউবে আমরা
error: দুঃখিত!