মুন্সিগঞ্জ, ১৯ জানুয়ারি ২০২৪, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের গজারিয়ায় সাইকেল চালিয়ে বাড়ি ফেরার পথে অজ্ঞাত বাসের ধাক্কায় প্রাণ গেছে শ্রমিক নাইম হাসানের (২৫)।
আজ শুক্রবার ভোর সাড়ে ৫ টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ভবেরচর বাস স্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত নাইম উপজেলার ইমামপুর ইউনিয়নের জষ্ঠিতলা গ্রামের রহমত উল্লাহ মোল্লার ছেলে।
স্থানীয়রা জানান, নাঈম বাউশিয়া এলাকার আকিজ ইস্পাত কারখানায় শ্রমিক হিসেবে কাজ করতেন। শুক্রবার ভোরে কাজ শেষ করে কারখানা থেকে সাইকেলযোগে বাড়ি ফেরার পথে ভবেরচর বাস স্ট্যান্ড সংলগ্ন আনন্দমেলা সিএনজি ফিলিং স্টেশনের বিপরীত পাশে ঢাকামুখী লেনে অজ্ঞাত বাসের ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।
ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. হুমায়ুন কবির জানান, নিহতের লাশ পুলিশ হেফাজতে রয়েছে। ঘাতক বাসটিকে চিহ্নিত করার চেষ্টা চলছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।