১৩ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শুক্রবার | রাত ৮:৩৩
Search
Close this search box.
Search
Close this search box.
মুন্সিগঞ্জের প্রজেক্ট হিলসা ও লিফ লাউঞ্জ রেষ্টুরেন্টকে ৫ লাখ টাকা জরিমানা
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ১৮ জানুয়ারি ২০২৪, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

অপরিচ্ছন্ন পরিবেশ পাওয়ায় মুন্সিগঞ্জের লৌহজংয়ের মাওয়ায় অবস্থিত প্রজেক্ট হিলসা রেষ্টুরেন্টকে ৩ লাখ ও লিফ লাউঞ্জ রেষ্টুরেন্টকে ২ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।

আজ বৃহস্পতিবার দুপুরে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ বাংলাদেশের দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: আক্তারুজ্জামান ও জেলা নিরাপদ খাদ্য অফিসার মারুফা হকের নেতৃত্বে মাওয়া ঘাট সংলগ্ন প্রজেক্ট হিলসা ও পদ্মা সেতু উত্তর টোল প্লাজা সংলগ্ন লিফ লাউঞ্জে এই অভিযান পরিচালিত হয়।

মুন্সিগঞ্জ জেলা নিরাপদ খাদ্য অফিসার মারুফা হক জানান, অভিযানে অপরিচ্ছন্ন পরিবেশ ও লেবেলহীন খাদ্যপণ্য ব্যবহারের দায়ে দুইটি রেষ্টুরেন্টকে নগদ অর্থদণ্ড প্রদান করা হয়।

তিনি জানান, জরিমানার পাশাপাশি ভবিষৎয়ে ভোক্তার জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করতে রেষ্টুরেন্ট দুইটিতে কর্মরত খাদ্যকর্মীদের ফুড সেফটি ম্যানেজমেন্ট এর উপর প্রশিক্ষণের আওতায় আনার উদ্যোগ নেয়া হয়েছে।

error: দুঃখিত!