মুন্সিগঞ্জ, ২৭ জুলাই ২০২৪, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের লৌহজংয়ে সড়কের পাশ থেকে ব্যাটারিচালিত অটোরিকশা (মিশুক) চালকের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তবে, পাশেই পড়েছিলো অটোরিকশাটি।
গত বৃহস্পতিবার রাতে উপজেলার খিদিরপাড়া ইউনিয়নের বাসুদিয়া এলাকার রাস্তা থেকে অটোরিকশাসহ আবুল বাসার (৩২) নামে ওই চালকের মরদেহ উদ্ধার করা হয়।
নিহত আবুল বাসার টংগিবাড়ী উপজেলার বালিগাঁও ইউনিয়নের গোয়ারা গ্রামের ইউসুফ সরদারের ছেলে। শুক্রবার সকালে তার বাবা ইউসুফ সরদার লৌহজং থানায় অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছেন।
পুলিশ ও স্বজনরা জানান, অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে আবুল বাসারকে কুপিয়ে হত্যা করা হয়েছে। তার বুকের বাম ও ডান পাশের পাঁজরে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।
লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার ইমাম হোসেন বলেন, অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে অটোরিকশাচালক আবুল বাসারকে ছুরি দিয়ে জখম করা হয়। এ ঘটনায় তার বাবা হতা মামলা করেছেন। ময়নাতদন্তের জন্য মরদেহ মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। আশা করছি, আগামীকাল শনিবার ময়নাতদন্ত শেষ হলে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।