মুন্সিগঞ্জ, ২২ আগস্ট ২০২৪, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)
গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার পতনের পর মুন্সিগঞ্জ সদর থানা, ট্রাফিক কার্যালয়, পুলিশ সুপারের কার্যালয় ইত্যাদি থেকে লুট হওয়া সরকারি/বেসরকারি ২২টি মোটরসাইকেল উদ্ধার করেছে সেনাবাহিনী।
এছাড়া লুট হওয়া অস্ত্রের ম্যাগাজিন, ৫০টি গোলাবারুদ, আলমারি, ফ্রিজ, জেনারেটর, লকার, পুলিশের পোষাক-হেলমেট, কার্যালয়ের অগ্নিনির্বাপক যন্ত্র, জব্দ করা অটোরিকশা ইত্যাদিও ছিলো।
আজ বৃহস্পতিবার দুপুরে সদর থানা পুলিশের ওসি (তদন্ত) হারুনুর রশীদ ও সাব ইন্সপেক্টর এনামুল হক মন্ডলকে উদ্ধারকৃত এসব মালামাল বুঝিয়ে দেন সেনা কর্মকর্তা ক্যাপ্টেন মুনিমুল ইসলাম।
মুন্সিগঞ্জের দায়িত্বে থাকা সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট কর্ণেল জুবায়ের মোহাম্মদ খালেদ হোসেন বলেন, ‘বেশ কিছু মালামাল নাগরিকরা স্বেচ্ছায় আমাদের কাছে জমা দিয়েছেন। আমরা নিজেরা অভিযান চালিয়েও অনেক সরঞ্জাম উদ্ধার করেছি।’
এর আগে গেল ১৮ আগস্ট ২১৯ টি সরকারি অস্ত্র ও ৭হাজার ৮২৫টি গোলাবারুদ ফেরত ও উদ্ধারের পর পুলিশকে বুঝিয়ে দেয় সেনাবাহিনী।