১৪ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শনিবার | রাত ৪:০০
Search
Close this search box.
Search
Close this search box.
মুন্সিগঞ্জে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেছে চালকের
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ২০ নভেম্বর ২০২৪, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া মহাসড়কের ঢাকাগামী সার্ভিস লেনে নিয়ন্ত্রণ হারিয়ে মো. ফরহাদ (৩৫) নামের মোটরসাইকেল চালকের প্রাণ গেছে।

আজ বুধবার বেলা ১১ টার দিকে হাঁসাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ফরহাদ শ্রীনগর ইউনিয়নের দেউলভোগ এলাকার আব্দুল লতিফের পুত্র।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকাগামী মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক রেলিংয়ের সাথে সজোরে ধাক্কা লাগলে ঘটনাস্থলেই চালক মারা যান।

হাঁসাড়া হাইওয়ে থানার উপ পরিদর্শক শফিউল ইসলাম এসব তথ্য নিশ্চিত করে জানান, খবর পেয়ে মহাসড়ক থেকে মরদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

error: দুঃখিত!