১২ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
বৃহস্পতিবার | ভোর ৫:০৫
Search
Close this search box.
Search
Close this search box.
মুন্সিগঞ্জে মাদক সেবন ও মাদক বিক্রির অপরাধে ৩ জনকে কারাদন্ড
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ১৭ আগষ্ট, ২০২০, বিশেষ প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের লৌহজংয়ে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে মাদক সেবন ও বিক্রির দায়ে ৩ জনকে আটক করা হয়েছে।

সোমবার লৌহজং উপজেলার দক্ষিণ মেদেনীমন্ডল ইউনিয়নে অভিযান চালিয়ে তোতা মিয়া (৫০), জাকির হোসেন (৩৫) এবং লিপি বেগম (৪০) কে আটক করে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

পরে মোবাইল কোর্টের মাধ্যমে আটককৃতদের বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়।

আটককৃতদের মধ্যে লৌহজং উপজেলার দক্ষিণ মেদেনেীমন্ডল এলাকার মৃত আব্দুল জব্বারের ছেলে তোতা মিয়াকে কে মোবাইল কোর্টের মাধ্যমে ৪ মাসের কারাদন্ড ও একই এলাকার মৃত মোতাহার হোসেনের ছেলে জাকির হোসেন কে ২০ দিনের কারাদন্ড এবং তোতা মিয়ার স্ত্রী লিপি বেগম কে ৩ মাসের কারাদন্ড দেওয়া হয়।

মোবাইল কোর্টের মাধ্যমে এ সাজা প্রদান করেন লৌহজং উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. রাসেদুজ্জামান।

error: দুঃখিত!