মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার নাটেশ্বরে সদ্য আবিস্কৃত বৌদ্ধ বিহার এলাকায় অগ্রসর বিক্রমপুর ফাউন্ডেশনের আয়োজনে প্রত্মতাত্ত্বিক খনন ও গবেষণা বিষয়ক আলোচনা সভায় অনুষ্ঠিত হয়েছে
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।
অগ্রসর বিক্রমপুর ফাউন্ডেশনের সভাপতি ড. নূহ-উল-আলম লেনিনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের প্রধান অধ্যাপক ড. সোনিয়া নিশাত আমীন, প্রত্মতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক মো. আলতাফ হোসেন, চীনা কালচারাল কাউন্সিলর চেং সুয়াং, স্থানীয় সংসদ সদস্য সাগুফতা ইয়াসমিন এমিলি, জেলা প্রশাসক সাইফুল হাসান বাদল, পুলিশ সুপার বিপ্লব বিজয় তালুকদার প্রমুখ।
বক্তব্যকালে মন্ত্রী বলেন, বিশ্ব ব্যাংক পদ্মা সেতু পকল্প থেকে সড়ে এসেছে। তারা ভেবেছিলো বাংলাদেশ পদ্মা সেতু তৈরি করতে পারবে না। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসিকতায় নিজস্ব অর্থে আজ পদ্মা সেতু নির্মিত হচ্ছে। এটা বড়ই বিস্ময়ের ব্যাপার সারা বিশ্বের কাছে। বাংলাদেশে নিজেস্ব অর্থে দেশের সর্ববৃহৎ পদ্মাসেতু প্রকল্পের কাজ হচ্ছে। পদ্মাসেতু এখন আর স্বপ্নের জায়গায় নেই। পদ্মাসেতু এখন দৃশ্যমান বাস্তবতা।