মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলা বিএনপির কমিটি ঘোষণার প্রতিবাদে মিছিল ও সমাবেশ করেছেন দলের একাংশের নেতাকর্মীরা।
শুক্রবার বেলা ১১টার দিকে টঙ্গীবাড়ি উপজেলা পরিষদের সামনের সড়কে এ মিছিল ও সমাবেশ করা হয়।
টঙ্গীবাড়ি উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের ব্যানারে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে আগের কমিটি বহাল রেখে নতুন ঘোষিত বাতিলের দাবি জানানো হয়েছে।
গত ১৮ জুলাই বিএনপি মহাসচিব মির্জা ফখরুল টঙ্গীবাড়ি উপজেলা বিএনপির নতুন কমিটির অনুমোদন করেন। প্রতিবাদ সমাবেশে ও বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ জেলা বিএনপির সহ সভাপতি আলী আজগর রিপন মল্লিক। সভাপতিত্ব করেন খান মনিরুল মনি পল্টন।
বক্তারা তাঁদের বক্তব্যে মুন্সিগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য মিজানুর রহমান সিনহা ও মুন্সিগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক কামরুজ্জামান রতনকে টঙ্গীবাড়িতে অবাঞ্ছিত ঘোষণা করেন।