মুন্সিগঞ্জ, ১৬ আগস্ট ২০২৪, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের টংগিবাড়ীতে মা-বাবার সাথে অভিমানে বাসা থেকে বের হয়ে ২০ দিন ধরে এক মাদ্রাসা ছাত্রী নিখোঁজ রয়েছে। ৫ আগস্ট সরকার পতনের পর থানা-পুলিশের কার্যক্রম স্বাভাবিক না থাকায় এ বিষয়ে সাধারণ ডায়েরি করতে পারেনি পরিবার।
পরিবার জানায়, নিখোঁজ করিমা (১৪) উপজেলার আব্দুল্লাপুর ইউনিয়নের উত্তর পাইকপাড়া এলাকার কাইয়ুম শেখের কন্যা। সে মুক্তারপুরের বাগবাড়ি এলাকার দারুল উলুম মুন্সিগঞ্জ মাদ্রাসায় নবম শ্রেণীতে পড়াশোনা করতো।
গেল ২৭ জুলাই দুপুর ১২ টার দিকে নিজ বসতবাড়ি থেকে রাগ করে বের হয়ে এখন পর্যন্ত নিখোঁজ রয়েছে সে। যদি কেউ মেয়েটিকে পথেঘাটে দেখে থাকেন এই নাম্বারে যোগাযোগের অনুরোধ করা হয়েছে- ০১৮১৬১৬৬০৭২