১০ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
সোমবার | রাত ১১:০৬
মুন্সিগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রায় ৯ দিনব্যাপী রথযাত্রা উৎসব শুরু
খবরটি শেয়ার করুন:
35

মুন্সিগঞ্জ, ২৭ জুন ২০২৫, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা ও নানা কর্মযজ্ঞের মধ্য দিয়ে শুরু হলো ৯ দিনব্যাপী শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা উৎসব।

শুক্রবার বিকালে জেলা শহরের কেন্দ্রীয় শ্রী শ্রী জয়কালীমাতা মন্দির প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য আয়োজনে এ উৎসবের শুভ সূচনা হয়।

অনুষ্ঠানে অংশ নিতে জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত হাজারো ভক্ত জয়কালীমাতা মন্দিরে সমবেত হন। বিকাল ৪টার দিকে রথে করে জগন্নাথ, বলদেব ও শুভদ্রা দেবতার প্রতিমূর্তি নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়।

শহরের হাসপাতাল রোডের জগন্নাথপাড়া মন্দির, মালপাড়া জগন্নাথ মন্দির, বাগমামুদালী রাধাগোবিন্দ মন্দির এবং ইদ্রাকপুর লক্ষ্মীনারায়ণ জিউর মন্দির—এই চারটি মন্দির একযোগে অংশগ্রহণ করে রথযাত্রায়।

শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার জয়কালীমাতা মন্দিরে গিয়ে শেষ হয়। ভক্তরা নেচে গেয়ে কীর্তনের মাধ্যমে মহোৎসবের আবহ তৈরি করেন।

সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস অনুযায়ী, জগন্নাথদেব জগতের ঈশ্বর—যার অনুগ্রহে মানুষের মোক্ষ বা মুক্তিলাভ সম্ভব। এই বিশ্বাস থেকেই প্রতিবছর আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে এই রথযাত্রা পালিত হয়। উৎসবটি আগামী ৫ জুলাই ‘উল্টো রথযাত্রা’র মধ্য দিয়ে সমাপ্ত হবে।

রথযাত্রা উপলক্ষে সকাল থেকেই ছিল নানা ধর্মীয় আয়োজন। বিশ্বশান্তি কামনায় অনুষ্ঠিত হয় অগ্নিহোত্র যজ্ঞ এবং দুপুরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উৎসব নির্বিঘ্ন করতে মুন্সিগঞ্জ জেলা পুলিশ প্রশাসন নিরাপত্তার জন্য পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করে।