মুন্সিগঞ্জ সদর উপজেলার পঞ্চসারে নির্বাচনের দিন এক ইউপি সদস্যকে লক্ষ্য করে ছোড়া গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে দুইজন সাধারণ মানুষ আহত হওয়ার ঘটনায় এখন পর্যন্ত প্রশাসন কোন ব্যবস্থা নেয় নি। একই ঘটনার জেরে গতকাল আবারও সেই ইউপি মেম্বারকে উদ্দেশ্য করে গুলি ছোড়া হয়। গুলি লক্ষ্যভ্রষ্ট হলে পিটিয়ে তাকে আহত করা হয়। বর্তমানে গুলিবিদ্ধ দুইজন ঢাকায় ও রুবেল মেম্বার মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
মুন্সিগঞ্জ সদর উপজেলা পরিষদ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মাহতাব উদ্দিন কল্লোলের সমর্থক সরদার রুবেল।
তিনি দাবি করেন, আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী আনিসুজ্জামান আনিসের সমর্থকরাই নির্বাচনে ভোটগ্রহণ শেষে তাঁকে গুলি করে হত্যার চেষ্টা করেছিল। সেদিন তিনি রক্ষা পেলেও অন্য দুজন গুলিবিদ্ধ হন। বুধবার সকাল ৯টার দিকে রতনপুর এলাকায় আওয়ামী লীগ দলীয় চেয়ারম্যান প্রার্থীর সমর্থক আল-আমিন, মান্নান, সাত্তার, জান্নান, আনিসুল হক ও হান্নান তাঁকে লক্ষ্য করে আবার গুলি ছুড়ে। এ সময় তিনি পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। একপর্যায়ে তাঁকে ধরে ফেলে এলোপাতাড়ি পিটুনি দেয়। এতে তাঁর মাথা থেতলে গেছে।
তবে এইসব ঘটনায় প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। নিজেদের ভাবমূর্তি ঠিক রাখতে এসব ঘটনাকে নির্বাচন পরবর্তী সহিংসতা বলতে নারাজ প্রশাসন। তাই প্রশাসন আর অভিযুক্ত প্রার্থীর বক্তব্যও অভিন্ন। পুলিশ ও প্রার্থী বলছেন, এসব ঘটনা ব্যক্তিগত। নির্বাচন কে কেন্দ্র করে এখানে কিছুই ঘটেনি।