মুন্সিগঞ্জ, ১৬ আগস্ট ২০২৪, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)
অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আদিলুর রহমান খান আজ শুক্রবার সকালে মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার ষোলঘরে মা-বাবার কবর জিয়ারত করেছেন।
পরে উপস্থিত ব্যক্তিবর্গের সাথে সমসাময়িক বিষয় নিয়ে কিছুক্ষণ আলাপ করেন ড. ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের শিল্প মন্ত্রণালয় এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান।
তবে এসময় কোন আনুষ্ঠানিক বক্তব্য দেননি তিনি।
এসময় উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোশাররেফ হোসেন, জেলা প্রকৌশলী মো. ওয়াহিদুজ্জামান, শ্রীনগর উপজেলা প্রকৌশলী মুহিতুল ইসলাম, শ্রীনগর থানার ওসি আব্দুল্লাহ আল তায়াবীর, মানবাধিকার কর্মী তাসকিন ফারহানা, মাকসুদ আহমেদ, কাজী মুহিত ও শ্রীনগর উপজেলা উপপ্রকৌশলী শরিফুল ইসলামসহ অনেকে।