২৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
মঙ্গলবার | সন্ধ্যা ৭:৫৮
মুন্সিগঞ্জে চোরাই মোটরসাইকেল চক্রের ১০ সদস্য আটক, মোটরসাইকেল উদ্ধার
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ৩০ নভেম্বর, ২০২০, বিশেষ প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জে চোরাই মোটরসাইকেল সহ ১০ জনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

ডিবি জানায়, সোমবার (৩০ নভেম্বর) ভোররাত থেকে বিকাল পর্যন্ত মুন্সিগঞ্জ জেলার বিভিন্ন উপজেলায় অভিযান চালানো হয়। অভিযানে ৬ টি চোরাই মোটরসাইকেল সহ ১০ জনকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, নারায়ণগঞ্জের গোপনগর বাড়িরটেকের কামাল হোসেনের ছেলে মো. হৃদয় (২২), ফতুল্লার কাশিপুর হাটখোলা এলাকার ইয়াসিন (২৩), টঙ্গীবাড়ি উপজেলার চরবেহের পাড়া এলাকার শান্ত খান (২০)।

এই ৩ জনকে মুন্সিগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের বণিক্যপাড়া থেকে দু’টি চোরাই মোটরসাইকেলসহ গ্রেফতার করা হয়।

অন্যদিকে, টংগিবাড়ী উপজেলার দরজারপাড়া এলাকার আলমাছ শেখ (২৫), আলদি এলাকার আবু কালাম (২৫), শরীয়তপুর জেলার চরজিনকিন এলাকার বিপ্লব মেলকার (২৩), টংগিবাড়ী থানার মাঝিবাড়ি এলাকার রণি মাঝি (২৭), মুলচর এলাকার জুয়েল হাওলাদার (২৪), চরবেহের কান্দি এলাকার কোকো মোল্লা (১৯), নয়াকান্দি এলাকার শুভ দেওয়ানকে (২৩) টংগিবাড়ীর বিভিন্ন এলাকা থেকে ৪টি চোরাই মোটরসাইকেলসহ গ্রেফতার করা হয়।

জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ওসি মোজাম্মেল হক জানান, আসামীদের বিরুদ্ধে দীর্ঘদিন যাবৎ মোটরসাইকেল চোরাই কারবারির সাথে জড়িত থাকার তথ্য ছিলো।

এই প্রেক্ষিতে জেলা পুলিশ সুপার আব্দুল মোমেন পিপিএম মহোদয়ের নির্দেশে অতিরিক্ত পুলিশ সুপার জনাব মাহফুজ আফজাল সাহেবের দিকনির্দেশনায় মুন্সিগঞ্জ জেলার বিভিন্ন উপজেলায় এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

তিনি জানান, আসামিদের বিষয়ে মুন্সিগঞ্জ সদর থানা ও টংগিবাড়ী থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

error: দুঃখিত!